নীলফামারীর ডোমারে রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক পরিচ্ছন্নতাকর্মী নিহত হয়েছেন।
ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তার মৃত্যু হয়।
৬০ বছর বয়সী নিহত মন্টুয়ার বাড়ি ডোমার পৌরসভার থানাপাড়ায়। তিনি দীর্ঘদিন ধরে পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।
পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আখতারুজ্জামান সুমন তার মৃত্যুর বিষয়টি নিউজবাংলাকে নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, খুলনা থেকে চিলাহাটিগামী রুপসা এক্সপ্রেস ট্রেন শনিবার বিকেলে ডোমার স্টেশন থেকে ছেড়ে যাচ্ছিল। সে সময় স্টেশন থেকে ৫০০ গজ দূরে ছিলেন মন্টুয়া। লাইন পার হওয়ার সময় তিনি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় রাতেই মরদেহ হস্তান্তর করা হয়েছে।