বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাস-অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলের মৃত্যু

  •    
  • ৯ জুলাই, ২০২২ ১৯:৪৫

মুক্তাগাছা থানার পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা মুক্তাগাছায় পৌঁছালে রংধনু এক্সপ্রেস বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন বাবা-ছেলের মৃত্যু হয়।

ময়মনসিংহের মুক্তাগাছায় বাস-সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

ময়মনসিংহ-জামালপুরের আঞ্চলিক মহাসড়কের তেঘরিয়া খান টিম্বার অ্যান্ড স-মিলের সামনে বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন জামালপুর সদর উপজেলার গুদাশিমলা এলাকার আলাল উদ্দিনের ছেলে সোহেল মিয়া ও তার দেড় বছরের শিশুসন্তান মোহাম্মদ আলী।

নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন মুক্তাগাছা থানার পরিদর্শক (তদন্ত) চাঁদ মিয়া।

স্থানীয়দের বরাতে তিনি জানান, ময়মনসিংহ থেকে ছেড়ে যাওয়া সিএনজিচালিত অটোরিকশা মুক্তাগাছার তেঘরিয়া খান টিম্বার অ্যান্ড স-মিলের সামনে পৌঁছালে রংধনু এক্সপ্রেস বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সোহেল মিয়া ও তার ছেলে আলীর মৃত্যু হয়।

চাঁদ মিয়া বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বাস ও অটোরিকশা জব্দ করা সম্ভব হলেও পালিয়েছেন বাসের চালক। তাকে শনাক্তের চেষ্টা চলছে।

এ বিভাগের আরো খবর