লালমনিরহাটের আদিতমারী উপজেলায় রবিউল আউয়াল নামে এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে আদিতমারী থানা পুলিশ।
শনিবার দুপুরে আদিতমারী উপজেলার সারপুকুর ইউনিয়নের টেপারহাট এলাকায় নিজ বাড়ি থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। নিহত রবিউল ওই এলাকার মৃত আব্দুল বাতেনের ছেলে।
আদিতমারি থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা সূত্র জানায়, সকালের দিকে রাস্তা দিয়ে পথচারীরা যাওয়ার সময় রবিউলের বাড়ির সামনে দুর্গন্ধ পান। দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে কৌতূহলী কয়েকজন জানালা দিয়ে রবিউলের ঘরের ভেতরে উঁকি দিয়ে মেঝেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে ধাক্কা দিয়ে ঘরের দরজা খুললে ভেতর থেকে আরও দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।
মরদেহটি রবিউলের বলে শনাক্ত করে পুলিশে খবর দেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করে।
নিহতের বড় ভাই নজরুল ইসলাম জানান, রবিউল মানসিক ভারসাম্যহীন ছিলেন। এ কারণে কয়েক বছর আগে স্ত্রী তাকে ডিভোর্স দিয়ে চলে যান। তার ১৭ বছরের একটি ছেলে ও ১০ বছরের একটি মেয়ে আছে।
নজরুল আরও জানান, মানসিক সমস্যা থাকায় রবিউল প্রায়ই তার দুই সন্তানকে মারধর করতেন। এ জন্য মেয়েটিকে তার মামারা তাদের বাড়িতে নিয়ে যান। ছেলেটি ডিশ লাইনের কাজ করে বাজারের পাশেই তার নানির বাড়িতে থাকে।
এ ছাড়া কেউ ওই বাড়িতে গেলে সেই ব্যক্তিকেও মারধর করতেন রবিউল। এ জন্য ভয়ে কেউ তার বাড়িতে যেতেন না।
ওসি মোজাম্মেল হক বলেন, ‘এটি হত্যা নাকি স্বাভাবিক মৃত্যু তার কিছুই বলা যাচ্ছে না। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হচ্ছে। রিপোর্ট হাতে এলেই বিষয়টি জানা যাবে।’