বগুড়ার শেরপুরে করতোয়া নদী থেকে নিখোঁজের এক দিন পর কলেজছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার শাহবন্দেগি ইউনিয়নের ধড়মোকাম পূর্বপাড়া এলাকা থেকে শনিবার সকাল সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
১৮ বছরের সামাম তাহমিদ উপজেলার বারোদুয়ারি পাড়ার মোজাফফর রহমানের ছেলে। তিনি শেরপুর স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তাহমিদ আগের দিন শুক্রবার থেকে নিখোঁজ ছিলেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম নিউজবাংলাকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, সকালে নদীর পাড়ে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা খোঁজ করলে মরদেহটি দেখতে পায়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
ওসি আরও জানান, পরিবারের জানিয়েছে তাহমিদ বাড়ি থেকে রাগ করে বের হয়। এরপর সকালে করতোয়া নদী থেকে তার মরদেহ উদ্ধার হয়।
পুলিশ মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলেও জানান ওসি।