বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বঙ্গবন্ধু সেতুতে প্রায় ৪ কো‌টি টাকার রেকর্ড টোল

  •    
  • ৯ জুলাই, ২০২২ ১৩:৩৬

নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী জানান, বঙ্গবন্ধু সেতু‌তে শুক্রবার সকাল থেকে শ‌নিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় টোল আদায় হ‌য়ে‌ছে ৩ কো‌টি ৯০ লাখ ৬ হাজার ৫০ টাকা। প‌রিবহন পারাপার হ‌য়েছে ৪১ হাজার ৮১৭‌টি।

বঙ্গবন্ধু সেতু‌তে টো‌ল আদা‌য়ে ফের রেকর্ড হ‌য়ে‌ছে। গেল ২৪ ঘণ্টায় টোল আদায় হ‌য়ে‌ছে প্রায় ৪ কো‌টি টাকা।এর আ‌গে বৃহস্প‌তিবার সকাল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় প্রায় ৪৪ হাজার পরিবহনের বিপরীতে টোল আদায় হ‌য় ৩ কো‌টি ৪০ লাখ ৭ হাজার ৭০০ টাকা।

নিউজবাংলাকে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন সেতু কর্তৃপ‌ক্ষের বঙ্গবন্ধু সেতু সাইট অ‌ফি‌সের নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী।

তিনি জানান, বঙ্গবন্ধু সেতু‌তে শুক্রবার সকাল থেকে শ‌নিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় টোল আদায় হ‌য়ে‌ছে ৩ কো‌টি ৯০ লাখ ৬ হাজার ৫০ টাকা। প‌রিবহন পারাপার হ‌য়েছে ৪১ হাজার ৮১৭‌টি।এর ম‌ধ্যে বঙ্গবন্ধু সেতুর পূর্ব টোল প্লাজা অ‌তিক্রম ক‌রে‌ছে ২৯ হাজার ৭২‌টি প‌রিবহন। এই প্রান্তে টোল আদায় হ‌য়ে‌ছে ২ কো‌টি ৫৮ লাখ ৬৫ হাজার টাকা। সেতুর প‌শ্চিম প্রান্ত টোল প্লাজা অ‌তিক্রম ক‌রে‌ছে ১২ হাজার ৮৭৮‌টি প‌রিবহন। টোল আদায় হয়েছে ১ কো‌টি ৩১ লাখ ৯৫ হাজার ৫০ টাকা।

ঈদুল ফিত‌রে (২৯ এ‌প্রিল) বঙ্গবন্ধু সেতু দি‌য়ে ৪৪ হাজার ২৭৪‌টি প‌রিবহন পারপা‌রের বিপরী‌তে টোল আদায় হ‌য়ে‌ছিল ৩ কো‌টি ১৯ লাখ ৭ হাজার ২০০ টাকা।

নির্বাহী প্রকৌশলী এহসান মাসুদ বাপ্পী জানান, বঙ্গবন্ধু সেতু‌তে আবারও টো‌লে রেকর্ড হ‌য়ে‌ছে। মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ র‌য়ে‌ছে।

এক দিনে টোল আদায়ে রেকর্ড হয়েছে পদ্মা সেতুতেও। বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু থেকে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে।

পদ্মা সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের নিউজবাংলাকে জানান, এটা এখন পর্যন্ত এক দিনে সেতুটিতে সর্বোচ্চ টোল আদায়।

এ বিভাগের আরো খবর