ঈদের আগের দিন রাজধানীর বিভিন্ন কোরবানির পশুর হাট ঘুরে দেখেছেন আইজিপি ড. বেনজীর আহমেদ। এ সময় ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গে তিনি কথা বলেন।
কমলাপুর পশুর হাটে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে আসেন আইজিপি। সার্বিক হাট ব্যবস্থাপনার খোঁজখবর নেন। গরুর ব্যাপারীদের সঙ্গে কথা বলে তাদের সুবিধা-অসুবিধার খোঁজ নেন তিনি।
নিরাপত্তা নিয়ে ব্যবসায়ীদের কোনো অভিযোগ আছে কি না তাও জানতে চান আইজিপি। হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমি ব্যাপারী ও ক্রেতা ভাইদের সঙ্গে কথা বলেছি। তাদের কোনো সমস্যা আছে কি না, পুলিশের সহযোগিতা পাচ্ছেন কি না ইত্যাদি বিষয়ে জানতে চেয়েছি।
‘তারা জানিয়েছেন কোনো সমস্যা নেই। আমরা প্রতিবারের মতোই হাটকেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
হাটে পশু বিক্রির টাকা ব্যাপারীরা নিরাপদে নিয়ে যেতে চাইলে পুলিশ মানি স্কটিংয়ের মাধ্যমে সহায়তা দিচ্ছে।
হাটে শৃঙ্খলা ও স্বাস্থ্যবিধি মেনে চলতে সবার প্রতি অনুরোধ জানান আইজিপি। পরে তিনি আফতাবনগর পশুর হাট পরিদর্শনে যান।