সাতক্ষীরার শ্যামনগরে দুই ইউপি সদস্যের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আরও একজন মারা গেছেন। এ নিয়ে মৃত্যু হলো দুইজনের।
খুলনা মেডিক্যাল কলেজ থেকে ঢাকায় নেয়ার পথে শনিবার ভোরে তার মৃত্যু হয়।
নিহত ৪৫ বছরের কাদের শেখ টেংরাখালি গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি পেশায় দিনমজুর।
সংঘর্ষের ঘটনায় শুক্রবার রাতে ঘটনাস্থলে নিহত হয়েছেন একই গ্রামের ৩৫ বছরের আমির হোসেন।
আহত ৪০ জনকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ নিউজবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, শুক্রবার রাতে রমজাননগর ইউনিয়নের ৮ নম্বর ইউপি সদস্য আব্দুল হামিদ লাল্টু ও সাবেক ইউপি সদস্য আব্দুল বারীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজন নিহত হয়েছেন। যারা মারা গেছেন তারা আব্দুল বারীর সমর্থক।
এখন পর্যন্ত কোনো পক্ষ থানাতে অভিযোগ দেয়নি বলেও জানান ওসি।