গাজীপুরের কাপাসিয়ায় বাসের চাপায় বাবা-মেয়েসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন।
কাপাসিয়া উপজেলার রাজেন্দ্রপুর-টোক সড়কের চেওরাইট এলাকায় শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন কিশোরগঞ্জের কুলিয়ারচর এলাকার ৫০ বছর বয়সী সেলিম মিয়া, তার ৮ বছর বয়সী মেয়ে সাদিয়া এবং কিশোরগঞ্জের কটিয়াদি থানার ভাট্টা গ্রামের ২০ বছর বয়সী নুর জাহান।
শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজের জরুরি বিভাগের চিকিৎসক আকীব শাদমান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ঘটনায় আহত হয়েছেন নুর জাহানের স্বামী ৩২ বছর বয়সী রুবেল মিয়া ও সেলিম মিয়ার স্ত্রী ২৮ বছর বয়সী রেহেনা আক্তার।
আহত রুবেল মিয়া বলেন, ‘সকালে গাজীপুর চৌরাস্তা থেকে অটোরিকশায় কিশোরগঞ্জ যাচ্ছিলাম। অটোতে চালকসহ আটজন যাত্রী ছিল। চেওরাইট এলাকায় মোড় ঘুরতে গিয়ে অটোরিকশাটি উল্টে যায়।
‘সে সময় একটি বাস একে টেনে-হিঁচড়ে ১৫ থেকে ২০ ফুট দূরে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রীর মৃত্যু হয়। হাসপাতালে নেয়ার পর আরও একজনের মৃত্যু হয়।’
চিকিৎসক শাদমান জানান, নুরজাহান ও সাদিয়াকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় সেলিম মারা যান। আহতদের মধ্যে রেহেনার অবস্থা আশঙ্কাজনক।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বাসটিকে এখনও জব্দ করা যায়নি।’