কুমিল্লার দাউদকান্দিতে বাসের চাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার জিংলাতলী এলাকায় শনিবার বেলা সোয়া ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন স্থানীয় দৈনিক সমাজকণ্ঠের দাউদকান্দি প্রতিনিধি বেকিনগর গ্রামের রাসেল হোসেন এবং একই গ্রামের দুই ভাই শরিফ হোসেন ও তাফসির হোসেন।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, জিংলাতলী-বেকিনগর সড়ক থেকে একটি মোটরসাইকেল মহাসড়কে উঠলে ঢাকামুখী বাস এটিকে চাপা দেয়। এরপর বাসটি সড়কের পাশে উল্টে পড়ে।
স্থানীয়রা আহতদের দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বাইকের তিন আরোহীকে মৃত ঘোষণা করেন।
ওসি বলেন, ‘তারা কোথায় যাচ্ছিলেন তা জানতে পারিনি। হাইওয়ে পুলিশের টিম ঘটনাস্থলে আছে। পরে বিস্তারিত জানাতে পারব।’