বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

গাবতলীতে যানজট নেই

  •    
  • ৯ জুলাই, ২০২২ ১০:৪৮

দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজ নিউজবাংলাকে বলেন, ‘আজকে রাস্তার পরিস্থিতি অনেকটা ভালো। গতকাল অনেক যানজট ছিল। সেই তুলনায় আজকে অনেক ভালো অবস্থা।’

শ্যামলী থেকে গাবতলী রাস্তায় গতকাল শুক্রবার যানজটে নাজেহাল ছিল ঈদে বাড়ি ফেরা মানুষ। শনিবার সকাল থেকে গাড়ির চাপ থাকলেও যানজট নেই সে রাস্তায়। এমনকি সকালে কিছুটা বৃষ্টি হলেও দেখা যায়নি যানজট।

শনিবার সকালে গাবতলী গরুর হাট ও ব্রিজ এলাকায় অবশ্য কিছুটা বিঘ্ন হয় গাড়ি চলতে। সেটা গরুর ট্রাক প্রবেশের ফলে। অবশ্য গরুর ট্রাকের কারণে গাবতলী থেকে মোহাম্মদপুর রোডে দীর্ঘ যানজট লেগেই আছে।

মোহাম্মদপুর থেকে গাবতলী আসা মো. নোমান বলেন, ‘প্রায় দুই কিলোমিটার আগে লেগুনা থেকে নামতে হয়েছে। পুরা রাস্তা জ্যাম। গরুর ট্রাক, পিকআপের কারণে এই জ্যাম।’

শ্যামলী থেকে গাবতলী আসা সিএনজি অটোরিকশার চালক সিয়াম আহমেদ বলেন, ‘আজকে অনেক সহজে গাবতলী আসলাম। গতকাল ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা লাগছিল। আসার সময় মাজার রোডের সিগন্যাল একটু দাঁড়িয়েছিলাম। বাকি পথ ফ্রি আসছি।’

মিরপুর থেকে গাবতলী যাওয়া আরেক সিএনজি অটোরিকশার চালক মো. নোমান বলেন, ‘আজকে অল্প সময়ে চলে এসেছি। গতকাল এই রোডে ভয়ানক জ্যাম ছিল।’

দারুসসালাম থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজ নিউজবাংলাকে বলেন, ‘আজকে রাস্তার পরিস্থিতি অনেকটা ভালো। গতকাল অনেক যানজট ছিল। সেই তুলনায় আজকে অনেক ভালো অবস্থা।’

তিনি বলেন, ‘গাবতলী গরুর হাটের পাশে মোহাম্মদপুরগামী বেড়িবাঁধ রোড়ে যানজট আছে। এই যানজট গরুর হাটের কারণে। গরুর ট্রাক, তা ছাড়া মানুষ গরু হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, তাই ওই রোডে জ্যাম।’

এ বিভাগের আরো খবর