বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১১

  •    
  • ৮ জুলাই, ২০২২ ২৩:৫৬

ওসি শেখ সাদী জানান, পুলিশ গিয়ে দুই রাউন্ড গুলি ছুড়লে সংঘর্ষে জড়িতরা ছত্রভঙ্গ হয়ে যায়। আহতদের মধ্যে আছেন আওয়ামী লীগ নেতা আবু জাফর। তিনিসহ আহত অন্যদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ফরিদপুরের সালথায় স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ইউনিয়ন আওয়ামী লীগ নেতাসহ অন্তত ১১ জন আহত হয়েছেন।

উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ ও দিয়াপাড়া গ্রাম এলাকায় শুক্রবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এই সংঘর্ষ চলে। পুলিশ গিয়ে গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদী বিষয়টি নিশ্চিত করেছেন।

গট্টি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু জানান, স্থানীয় আধিপত্যকে কেন্দ্র করে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু জাফর মোল্লার সঙ্গে ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আওয়ামী লীগ সমর্থক নুরুল ইসলাম মাতুব্বরের বিরোধ চলছিল অনেকদিন ধরে।

লাভলু আরও জানান, শুক্রবার বিকেল ৫টার দিকে আবু জাফর মোল্লা মোটরসাইকেলে করে জয়ঝাপ গ্রামে তার বাড়িতে যাওয়ার সময় নুরুল ইসলাম মাতুব্বরের সমর্থকরা পেছন থেকে হামলা চালালে তিনি আহত হন। এ খবর ছড়িয়ে পড়লে সন্ধ্যায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে দফায় দফায় সংঘর্ষে জড়ায়।

ওসি শেখ সাদী জানান, পুলিশ গিয়ে দুই রাউন্ড গুলি ছুড়লে সংঘর্ষে জড়িতরা ছত্রভঙ্গ হয়ে যায়। আহতদের মধ্যে আছেন আওয়ামী লীগ নেতা আবু জাফর। তিনিসহ আহত অন্যদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান ওসি।

এ বিভাগের আরো খবর