পদ্মা সেতুর মাওয়া প্রান্তে শশাবোঝাই পিকআপ উল্টে ২ জন আহত হয়েছেন। এ ঘটনায় এক ঘণ্টার জন্য সেতুর ঢাকামুখী লেনে যান চলাচল ব্যহত হয়।
শুক্রবার রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন পদ্মা উত্তর থানা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার তানভীর হায়দার।
তিনি নিউজবাংলাকে জানান, ফরিদপুর থেকে ঢাকাগামী শশাবোঝাই একটি পিকআপ মাওয়া টোল প্লাজার আগের সড়কে উল্টে যায়। এতে ট্রাকচালক ও শশা ব্যবসায়ী আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার কারণে সাময়িক সময়ের জন্য ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে। পুলিশ গিয়ে পিকআপ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।
এর আগে গত ২৭ জুন মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ভায়াডাক্টে পেঁয়াজবোঝাই একটি ট্রাক উল্টে যায়।