রাজধানীর বাড্ডায় জানালার গ্রিলে ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।
এলিনা হক একা নামের ২৮ বছর বয়সী ওই গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবার।
শুক্রবার বিকেল ৪টার দিকে এলিনা হককে অচেতন অবস্থায় উদ্ধার করে তার মা ও তার স্বামী ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গৃহবধূর স্বামী আব্দুল খালেক বলেন, ‘খাবার শেষে আমারা ঘরে চলে যাই, তার কিছুক্ষণ পর দেখি গ্রিলের সঙ্গে গলায় গামছা দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিল। সঙ্গে সঙ্গে আমার শাশুড়িকে ফোন দেই, পরে ওকে নিয়ে আমারা ঢাকা মেডিক্যাল আসার পর চিকিৎসক আমার স্ত্রীকে মৃত্যু ঘোষণা করেন।’
মৃত এলিনা হকের মা শারমিন বেগম বলেন, ‘আমার মেয়ের সঙ্গে জামাইয়ের সকালে ঝগড়া হয়, কী নিয়ে ঝগড়া হয়েছে তা জানি না। সাধারণত এরকম ঝগড়াঝাঁটি হয়েই থাকে। এ বিষয়ে আমাদের দিক থেকে কোনো অভিযোগ নেই।’
তিনি জানান, তাদের বাসা বাড্ডার ময়নারবাগে। এলিনা হক দুই ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।
ঢাকা মেডিক্যাল কলেজ পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘বাড্ডা ময়নারবাগ এলাকা থেকে এক গৃহবধূর ফাঁস দেয়া মরদেহ হাসপাতালে আনা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি বাড্ডা থানায় জানানো হয়েছে।’