বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

কাঁঠালপাতার আঁটি ৫০ টাকা

  •    
  • ৮ জুলাই, ২০২২ ২১:৩৬

‘দুই আঁটি কাঁঠালপাতা কিনে নিয়ে গেছি, ছাগল একবারেই দুই আঁটি খেয়ে ফেলছে। এখন আবার নিতে আসছি। এক আঁটি ৫০ টাকা অনেক বেশি। আগেরবার এই আঁটি পাওয়া গেছে ২০ থেকে ৩০ টাকায়।’

কোরবানির পশু কেনার পাশাপাশি কিনতে হচ্ছে তাদের খাবারও। ছাগলকে খাওয়ানোর জন্য রাজধানীতে এক আঁটি কাঁঠালপাতা বিক্রি হচ্ছে ৫০ টাকা করে।

রাজধানীর বিভিন্ন স্থানে এভাবে পশুখাদ্য হিসেবে কাঁঠালপাতা বিক্রি করতে দেখা গেছে।

বনশ্রীর এফ ব্লকের এক নম্বর সড়কে নাদিম খান ও মো. শাওন নামে দুজন কিশোর গত দুদিন ধরে পশুখাদ্য বিক্রি করছে। পাশেই মেরাদিয়া পশুর হাট। তাই বিক্রিও বেশ ভালো হচ্ছে তাদের।

শাওন জানায়, তারা কয়েকজন বন্ধু মিলে তিন বছর ধরে এ ব্যবসা করে আসছে। রাস্তার পাশে ফাঁকা জায়গায় এবারও পশুখাদ্য বিক্রি করছে তারা।

তাদের অস্থায়ী দোকানে কাঁঠালপাতা, হোগলা, খড়ের আঁটি আর ভুসি পাওয়া যাচ্ছে।

প্রতি আঁটি ঘাস গোখাদ্য হিসেবে রাজধানীতে ৩০-৫০ টাকা করে বিক্রি হচ্ছে। ছবি: নিউজবাংলা

শাওন নিউজবাংলাকে বলেন, ‘এক আঁটি কাঁঠালপাতা ৫০ টাকা, হোগলা (পাটি জাতীয়) ২৫০ টাকা, খড়ের আঁটি ২০ টাকা করে বিক্রি করছি। এ ছাড়া ভুসি নিলে ৭০ টাকা কেজি।’

আরেক দোকানে পাওয়া যাচ্ছে গরুর খাবার হিসেবে লম্বা ঘাস, সেই ঘাসের প্রতি আঁটির দাম ৩০ টাকা।

ক্রেতারা অবশ্য বলছেন, এবার পাতা আর ঘাসের দাম আগের বছরের চেয়ে বেশি।

কাঁঠালপাতা কিনতে গিয়ে নাজমুল হোসেন নামের একজন বলেন, ‘দুই আঁটি কাঁঠালপাতা কিনে নিয়ে গেছি, ছাগল একবারেই দুই আঁটি খেয়ে ফেলছে। এখন আবার নিতে আসছি। এক আঁটি ৫০ টাকা অনেক বেশি। আগেরবার এই আঁটি পাওয়া গেছে ২০ থেকে ৩০ টাকায়।’

তবে দোকানি নাদিম বলে, ‘আমাদের কাছে কমেই পাচ্ছেন, কোথাও কোথাও ৭০-৮০ টাকাতেও বিক্রি হয়।’

ঈদের আগের রাত পর্যন্ত পশুখাদ্য বিক্রি হয় বলে জানায় নাদিম। তবে এর আগেই সব বিক্রি হয়ে যাবে বলে জানায় সে ।

এ বিভাগের আরো খবর