যশোর জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবির শিপলুর টর্চার সেল থেকে সাইফুল ইসলাম নামে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত সাতে ১০টায় শহরের প্রাণকেন্দ্রে এইচএমএম রোডের জব্বার অ্যান্ড সন্স দোকানের পেছনের গলিতে কথিত ওই টর্চার সেল থেকে ৩৫ বছর বয়সী সাইফুলকে উদ্ধার করা হয়। এ ঘটনায় শিপলু ছাড়াও শহরের বকচরের শফিকুল ইসলাম চিন্টু ও চাঁচড়ার কবরস্থান এলাকার মোছা. কুলসুম নামে ৩০ বছর বয়সী এক নারীকে আটক করা হয়েছে।
এ ছাড়াও ওই টর্চার সেল থেকে ব্যাংকের ফাঁকা চেক, তিনটি কাঠের লাঠি, ৩৫ হাজার টাকা ও একাধিক মোবাইল ফোন জব্দ করা হয়।
এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় শুক্রবার মামলা হলে আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ।
যশোর পুলিশের মুখপাত্র ও ডিবি পুলিশের ওসি রূপন কুমার সরকার জানান, বৃহস্পতিবার বিকালে শহরের এইচএমএম আলী সড়কের জব্বার অ্যান্ড সন্স দোকানের সামনে থেকে চাঁচড়ার মধ্যপাড়ার ব্যবসায়ী সাইফুল অপহৃত হন। অভিযুক্ত কুলসুমের পাওনা টাকা আদায়ের করতে তাকে সাবেক ছাত্রনেতা শিপলুর কথিত টর্চার সেলে নেয়া হয়।
শিপলুর নির্দেশে অজ্ঞাতানামা ৭/৮ জন সন্ত্রাসী সাইফুলকে মারধর করে বাড়িতে খবর পাঠায়। তারা ফাঁকা চেক গ্রহণ, ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর এবং নগদ ৫৩ হাজার টাকা নেন।
সংবাদ পেয়ে পুলিশ সাইফুলকে উদ্ধার এবং শিপলুসহ তিনজনকে আটক করে।