অতিরিক্ত যাত্রীর কারণে পঞ্চগড়গামী একটি ট্রেনের অন্তত পাঁচটি বগি ক্ষতিগ্রস্থ হওয়ায় ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত ওই ট্রেনটি পরে বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশন থেকে ৪ ঘণ্টা দেরিতে গন্তব্যের উদ্দেশে ছেড়ে গেছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেল স্টেশনের বুকিং মাস্টার রেজাউল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকাল ৬টার দিকে বঙ্গবন্ধু পূর্বপার রেল স্টেশনে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি পৌঁছালে দীর্ঘ সময়ের জন্য এটিকে দাঁড় করিয়ে রাখেন চালক। কারণ অতিরিক্ত যাত্রীর চাপে পঞ্চগড়গামী ওই ট্রেনের অন্তত ৫টি বগির চাকার ওপরে থাকা স্প্রিং নষ্ট হয়ে যায়।
এ অবস্থায় যাত্রীদের নিয়ে কোনো ঝুঁকি নেননি ট্রেনটির চালক। পরে ওই স্প্রিংগুলো মেরামত করা হয়। মেরামত শেষ হলে সকাল ১০টা ১৫ মিনিটে ট্রেনটি পঞ্চগড়ের উদ্দেশে ছেড়ে যায়।
বুকিং মাস্টার রেজাউল ইসলাম বলেন, ‘স্টেশনে আরও লাইন থাকায় অন্যান্য ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। কিন্তু যে ট্রেনটি থেমে ছিল, সেই ট্রেনের যাত্রীরা রৌদ্র এবং গরমে অনেক ভোগান্তিতে পড়ে।’