ঢাকা থেকে চট্টগ্রাম ও সিলেট মহাসড়কে যানবাহন চলছে স্বাভাবিক গড়িতে। মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে কোথাও যানজট নেই। তবে বাস সংকটে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। প্রখর রোদে শিশু ও নারীরা কষ্ট পাচ্ছেন।
শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল, কাঁচপুর, জংগাইল, লাঙ্গলবন্দ, মোগড়াপাড়া এলাকায় যানবাহন চলাচল করছে স্বাভাবিক গড়িতে। তবে মদনপুর ও মেঘনা টোল প্লাজা এলাকায় গাড়ির চাপ বেশি৷ সেখানে ৫ কিলোমিটার এলাকায় কিছুটা যানজট আছে৷
ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের তারাব থেকে আড়াইহাজারের পুরিন্দা বাজার এলাকা পর্যন্ত সড়কে এখন দ্রুতগতিতে যান চলাচল করছে৷ এ পথে গত দুই দিন অতিরিক্ত গাড়ির চাপে যানজট ছিল।
কিশোরগঞ্জগামী অভিজিৎ সাহা বলেন, ‘সকাল ১০টার দিকে পরিবারের সবাইকে নিয়ে সাইনবোর্ড এলাকায় এসেছি। দুপুর গড়িয়ে যাচ্ছে গাড়ি আসেনি। আমরা আগে টিকিট কেটে রেখেছি, তাও গাড়ি পাচ্ছি না। যারা এখন এসেছেন তারা আরও বেশি ভোগান্তিতে আছেন। আর ভাড়া বেশি, এ তো নতুন কথা না। তিন গুণ ভাড়া দিয়ে টিকিট কাটছি।’
স্ত্রী-সন্তান নিয়ে চট্টগ্রামের দিকে যাচ্ছেন ইলিয়াস আলী। গাড়ি না পেয়ে তাদের নিয়ে রাস্তায় বসে অপেক্ষা করছিলেন। তিনি বলেন, ‘কী করমু, এখানে তো কেউ কারও কথা শোনে না। টিকিট আছে সকালের। বেলা দেড়টা বাজে, এখনও গাড়ি আসে নাই।’
শিমরাইল মোড়ে হবিগঞ্জের যাত্রী আরাফাতকে গাড়ি পেয়ে হাসতে দেখা গেছে । তিনি পোশাক কারখানার শ্রমিক। বৃহস্পতিবার ছুটি পেয়ে সকাল ৭টা থেকে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। দুপুর ১টার দিকে তার গাড়ি আসে।
আরাফাত বলেন, ‘অনেক কষ্টে গাড়ি পাইছি। আমার সিরিয়াল ১০ নম্বর গাড়ির। এখানে ৩৪ নম্বর গাড়ির লোকজনও অপেক্ষা করতেছেন।’
কাউন্টারের তুহিন মিয়া বলেন, ‘যেসব গাড়ি ঢাকার দিকে আসার কথা সেগুলো এখনও আসতে পারে নাই। এ জন্য যাত্রীদের গাড়িতে তুলতে দেরি হচ্ছে৷’
নারায়ণগঞ্জ এলাকায় দুই মহাসড়কে অনেক যাত্রী বাসের জন্য অপেক্ষা করে অগত্যা পিকআপ ভ্যানে উঠে রওনা হয়েছেন।
যাত্রীদের দুর্ভোগ কমাতে হাইওয়ে পুলিশ মোড়ে মোড়ে কাজ করছে বলে জানিয়েছেন পুলিশ পরিদর্শক কেএম মেহেদী হাসান৷ তিনি জানান, দুপুরের দিকে মেঘনা টোল প্লাজা টিকিট কাউন্টারে ধীর গতির জন্য যান চলাচলেও ধীর গতি দেখা দেয়। এ মহাসড়কে অন্য কোথাও যানজট নেই৷ ঢাকা-সিলেট মহাসড়কে সকাল থেকে বেলা দেড়টা পর্যন্ত যানজট হয়নি।
তিনি বলেন, ঢাকামুখী গাড়িগুলো আসতে দেরি হচ্ছে, এ কারণে যাত্রীরা দুর্ভোগ পড়েছেন। কাউন্টারে ভাড়া বেশি নেয়ার অভিযোগ যাত্রীরা দিলে আমরা আইনি ব্যবস্থা নেব।’