সনাতন ধর্মাবলম্বীদের উল্টো রথযাত্রা উৎসব হচ্ছে শুক্রবার৷
বেলা ৩টার দিকে রাজধানীর ঢাকেশ্বরী মন্দির থেকে এই রথযাত্রা শুরু হয়ে শেষ হবে স্বামীবাগের ইসকন মন্দিরে।
এ আনন্দ আয়োজন নির্বিঘ্ন করতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পাশাপাশি ঢাকেশ্বরী থেকে স্বামীবাগে রথযাত্রার রোডম্যাপ জানিয়েছে তারা।
ডিএমপি জানায়, বেলা ৩টায় ঢাকেশ্বরী মন্দির থেকে উল্টো রথযাত্রা শুরু হবে। এটি পলাশী মোড় হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার রাস্তা ব্যবহার করবে।
বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য মোড়-জগন্নাথ হল-কেন্দ্রীয় শহীদ মিনার পৌঁছে হাতের বাম দিকে ধরে রোমানা চত্বর-দোয়েল চত্বর-হাই কোর্ট মাজার গেটে যাবে। এরপর সেখান থেকে ডানে মোড় নিয়ে সরকারি কর্মচারী হাসপাতাল-পুলিশ সদর দপ্তরের সামনে দিয়ে গোলাপশাহ মাজার-গুলিস্তান পৌঁছাবে। এরপর মতিঝিলের বক চত্বর-শাপলা চত্বর-ইত্তেফাক মোড় হয়ে হাটখোলা মোড়ে গিয়ে রাজধানী মার্কেট ক্রসিং পার হয়ে দয়াগঞ্জ দিয়ে স্বামীবাগ ইসকন মন্দিরে শেষ হবে।নিরাপত্তার স্বার্থে উল্টো রথযাত্রার সময় এর সামনে ও পেছনে যান চলাচল বন্ধ থাকবে। ভোগান্তি এড়াতে এ সময় সাধারণদের বিকল্প পথ ব্যবহারের পরামর্শ রয়েছে ডিএমপির পক্ষ থেকে।