ঈদযাত্রাকে কেন্দ্র করে রাজধানীর সায়েদাবাদ, যাত্রাবাড়ী, গুলিস্তান ও হানিফ ফ্লাইওভার এলাকায় বৃহস্পতিবার সকাল থেকে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে বিভিন্ন গন্তব্যের যাত্রীদের।
ভোর থেকে রাজধানীর বকশিবাজার থেকে হানিফ ফ্লাইওভার যেতে দীর্ঘ যানজট দেখা যায়। অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে হেঁটে গুলিস্তান যান। কেউ আবার তিন থেকে চার ঘণ্টার যানজট পেরিয়ে আসেন সায়েদাবাদ ও যাত্রাবাড়ীতে।
মোহাম্মদপুর থেকে যাত্রাবাড়ীতে যাওয়া মো. শাহীন নিউজবাংলাকে বলেন, ‘সকাল সাড়ে ৬টায় মোহাম্মদপুর থেকে বাসে রওনা দিই যাত্রাবাড়ী হয়ে গোপালগঞ্জ যাব বলে। বকশিবাজার আসার পর গাড়ি আর আগায় না। আধা ঘণ্টা এক জায়গায় বসে থেকে ঢাকা মেডিক্যালের পাশে হানিফ ফ্লাইওভারের গোড়ায় হেঁটে আসি।
‘সেখান থেকে এক সিএনজিচালককে অনেক অনুরোধ করে হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ী অংশে নামিয়ে দেয়। পরে ফ্লাইওভার ধরে হেঁটে নিচে নামি। এখানে এসেও তীব্র যানজট দেখছি। বাসের টিকিট পাচ্ছি না; খুব ঝামেলায় আছি।’
সায়েদাবাদ রেললাইনের পাশে মো. নাঈম নামের এক দোকানি বলেন, ‘কালকেও (বৃহস্পতিবার) অনেক জ্যাম ছিল; রাতেও জ্যাম ছিল। আজকে ভোর থেকে প্রচুর জ্যাম। গরমে মানুষগুলো খুব কষ্ট পাচ্ছে।’
যাত্রাবাড়ী মোড়ের দোকানি মো. জাহাঙ্গীর বলেন, ‘ভোর থেকে মানুষ যাত্রাবাড়ী মোড়ে এসে ভিড় করেছে। এত মানুষের কারণে গাড়ি ঠিকমতো চলতে পারছে না। তাই এই জ্যাম। পুলিশও হিমশিম খাচ্ছে।’
যাত্রাবাড়ী মোড়ে ট্রাফিক সার্জেন্ট পলাশ মজুমদার নিউজবাংলাকে বলেন, ‘গতকাল থেকেই এ রকম জ্যাম। সারা রাত জ্যাম ছিল। আজকে ভোর থেকেই মানুষের ঢল এখানে।
‘মানুষের জন্য গাড়ি আগাতে পারছে না। এত মানুষের কারণে যাত্রাবাড়ী, সায়েদাবাদ ও এর আশেপাশের পুরো এলাকায় তীব্র যানজট।’