টাঙ্গাইলে আলাদা সড়ক দুর্ঘটনায় দুই বাইকআরোহী যুবকসহ তিনজন নিহত হয়েছেন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের জামুর্কীতে ও ঘাটাইলের আয়কালী ব্রিজে শুক্রবার সকাল ৮টার দিকে দুর্ঘটনা দুটি ঘটে ।
নিহতরা হলেন, নাটোর জেলার ৩৬ বছরের হাফিজুর রহমান, তার চাচাত ভাই ৩৫ বছরের আরিফুর রহমান ও গাজীপুরের কালিয়াকৈরের অটোচালক মো. সামাদ।
গোড়াই হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই মো. বিল্লাল জানান, মোটরসাইকেল নিয়ে ঢাকা থেকে নাটোরে যাচ্ছিলেন হাফিজুর। জামুর্কী এলাকায় পৌঁছালে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
এ সময় গুরুতর আহত আরিফুরকে উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, আয়খালী ব্রিজের কাছে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোচালক নিহত হয়েছেন। মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।