বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফার্মেসিতে ‘হামলা’, মালিক-কর্মচারীসহ আহত ৪

  •    
  • ৮ জুলাই, ২০২২ ১১:২০

কোতোয়ালি মডেল থানার প‌রিদর্শক লোকমান হোসেন বলেন, ‘ঘটনার পর পরই থানার কয়েকজন পুলিশ সদস্য সেখানে যান। এ ঘটনায় লি‌খিত অ‌ভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’

বরিশালে দোকানের সামনে সড়ক থেকে অটোরিকশা সরিয়ে নিতে বলায় ফার্মেসিতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মালিক-কর্মচারীসহ চারজন আহত হয়েছেন বলে জানা গেছে।

শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে বৃহস্প‌তিবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার প্রতিবাদে হাসপাতালের সামনের সব দোকান বন্ধ করে দেয়া হয়। আধা ঘণ্টা দোকানপাট বন্ধ রাখার পর স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মজিবর রহমানের আশ্বাসে পুনরায় ফার্মেসি খুলে দেন ব্যবসায়ীরা।

কোতোয়ালি মডেল থানার প‌রিদর্শক লোকমান হোসেন বলেন, ‘ঘটনার পর পরই থানার কয়েকজন পুলিশ সদস্য সেখানে যান। এ ঘটনায় লি‌খিত অ‌ভিযোগ পেলে আইনি ব‌্যবস্থা নেয়া হবে।’

ওষুধ ব্যবসায়ী খলিলুর রহমান জানান, হাসপাতালের প্রধান গেটের বিপরীতে ঝালকাঠি মেডিক্যাল হলে দুর্বৃত্তরা হামলা চালায়। এ ঘটনার প্রতিবাদে হাসপাতালের সামনের বান্দ রোডের ‍ওষুধ ব্যবসায়ীরা দোকান বন্ধ করে দেন। পরে কাউন্সিলর বিচারের আশ্বাস দিলে দোকানগুলো খুলে দেয়া হয়।

প্রত‌্যক্ষদর্শী রোগীর স্বজন মাইদুল ইসলাম জানান, ঝালকাঠি মেডিক্যাল হলের ঠিক সামনের সড়কে একটি অটোরিকশা (থ্রি-হুইলার) রাখেন চালক। তাকে অটোটি সরাতে বললে ফার্মেসির কর্মচারী বিশ্বজিতের সঙ্গে তার বাগবিতণ্ডা হয়।

পরে অটোরিকশাচালক তার লোকজন নিয়ে এসে ওই ফার্মেসিতে আবার হামলা চালান। এ সময় তাদের বাধা দিতে এলে দোকান মালিক আব্দুল মান্নানকেও মারধর করা হয়। পরে আহত চারজনকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে ভর্তি করেন।

১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মজিবর রহমান জানান, অটোরিকশা রাখা নিয়ে চালকের সঙ্গে ফার্মেসির কর্মচারী ও ওষুধ ব্যবসায়ীর ঝামেলা হয়। এ নিয়ে তারা অটোচালককে মারধর করেন। পরে অটোচালকও লোকজন নিয়ে এসে ওষুধের দোকানের লোকজনকে মারধর করেন।

এ বিভাগের আরো খবর