বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ছেলেকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ

  •    
  • ৭ জুলাই, ২০২২ ২২:৪৪

হাকিমের স্ত্রী রিমা খাতুন জানান, কথা-কাটাকাটির একপর্যায়ে আজিজুর রহমান ব্যাগে রাখা হাঁসুয়া বের করে নিজের ছেলে হাকিমের গলায় কোপ দেন। তিনি বাধা দিতে গেলে তাকেও কোপান। লোকজন তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক হাকিমকে মৃত ঘোষণ করেন।

নাটোরের লালপুরে আজিজুর রহমান খলিফা হাঁসুয়া দিয়ে কুপিয়ে নিজের ছেলে আব্দুল হাকিমকে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলার বড় ময়না গ্রামে এ ঘটনা ঘটে।

হাকিমের স্ত্রী রিমা খাতুন জানান, বেলা সোয়া ৩টার দিকে তার স্বামী আব্দুল হাকিম কাজ শেষে বাড়ি ফেরেন। এ সময় এক ব্যক্তিকে জমি ইজারা দিতে চাইলে তার শ্বশুর আজিজুর রহমান খলিফার সঙ্গে শাশুড়ি হাফিজা বেগমসহ অন্য সন্তানদের ঝগড়া বাধে।

তিনি জানান, কথা-কাটাকাটির একপর্যায়ে আজিজুর রহমান ব্যাগে রাখা হাঁসুয়া বের করে হাকিমের গলায় কোপ দেন। তিনি বাধা দিতে গেলে তাকেও কোপান। হাঁসুয়ার কোপে তার বাম হাতের কবজি কেটে গেছে।

পরিবারের লোকজন তাদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎক হাকিমকে মৃত ঘোষণ করেন।

রিমা খাতুন জানান, ৪২ বছর বয়সী হাকিম ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কাজ করতেন।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক হাসানুজ্জামান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছার আগেই আব্দুল হাকিম মারা যান। গলায় হাঁসুয়ার কোপে রক্তনালি কেটে যাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। আহত রিমা খাতুন চিকিৎসাধীন।লালপুর থানার ওসি মনোয়ারুজ্জামান জানান, পারিবারিক কলহের জেরে আব্দুল হাকিম কয়েক মাস আগে তার বাবা আজিজুর রহমানকে বাড়ি থেকে বের করে দেন। প্রায় ছয় মাস তিনি ওয়ালিয়া বাজারে নিজের দর্জি দোকানে ছিলেন।

তিনি জানান, দুপুরে তিনি দোকান থেকে বাড়ি গেলে কথা-কাটাকাটির একপর্যায়ে খুনের ঘটনা ঘটে। মরদেহ লালপুর স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।

এ বিভাগের আরো খবর