বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঈদযাত্রায় বাইকের মুভমেন্ট পাস মিলবে যেভাবে

  •    
  • ৭ জুলাই, ২০২২ ১৯:৩০

বিভাগীয় ট্রাফিক উপ-কমিশনার এবং জেলা পর্যায়ে এসপি এই মুভমেন্ট পাস ইস্যু করবেন। এজন্য পুলিশ সদরদপ্তরের সরবরাহ করা ফরমে যাত্রার জন্য আবেদন করতে হবে। সেই ফরমে যাত্রীদের নাম, ঠিকানা, সম্পর্ক, এনআইডি-ড্রাইভিং লাইসেন্স নম্বর, ফোন নম্বর এবং কোথায় ও কী কারণে ভ্রমণ করছেন উল্লেখ করে জমা দিতে হবে।

মহাসড়কে এক জেলা থেকে আরেক জেলায় মোটরসাইকেলে করে যাত্রা নিষিদ্ধ করার পরও যৌক্তিক কারণ দেখিয়ে বাইকে ঈদ যাত্রার যে সুযোগ পুলিশ করে দিয়েছে, তাকে একটি সুনির্দিষ্ট নিয়মে আবেদন করতে হবে।

পুলিশ সদরদপ্তর একটি পাসের ফরম্যাট তৈরি করে দিয়েছে। এই পাস থাকলে নিজে ও পরিবারের সদস্যদের নিয়ে মহাসড়ক ধরে নির্দিষ্ট জেলা বা দূরত্বে যেতে পারবেন চালকরা।

বছরের পর বছর ঈদযাত্রায় সড়ক পথে যে দুর্ভোগ, সেটি দেখা যায়নি চলতি বছরের ঈদুল ফিতরে। এটি কীভাবে হলো, তার পর্যালোচনায় পরে বেরিয়ে আসে বাইকের বিষয়টি। হাজার হাজার মোটর সাইকেলে করে বড় শহর থেকে লাখ লাখ যাত্রীর বাড়ি ফেরার কারণে বাসে, ট্রেনে বা লঞ্চে ভিড় ছিল খুবই কম।

টিকিটের জন্য হাপিত্যেস ছিল না একেবারেই। আবার সড়কে বাসের অপেক্ষায় যাত্রী কম থাকায় যানজটও দেখা যায়নি।

তবে এবার ঈদের আগে পরে সাত দিন মহাসড়কে এক জেলা থেকে অন্য জেলায় বাইক নিষিদ্ধ করার পর সেই ভোগান্তি ফিরে আসার নমুনা এরই মধ্যে দেখা যাচ্ছে। টিকিটের জন্য কাউন্টারে ভিড় তৈরি হয়ে গেছে।

এর মধ্যে পুলিশের একটি ঘোষণা অবশ্য বাইকারদেরকে কিছুটা স্বস্তি দিয়েছে। সেটি হলো পাস নিয়ে ঈদ যাত্রা করা যাবে।

পুলিশ জানিয়েছে, বিভাগীয় ট্রাফিক উপ-কমিশনার এবং জেলা পর্যায়ে এসপি এই মুভমেন্ট পাস ইস্যু করবেন। এজন্য পুলিশ সদরদপ্তরের সরবরাহ করা ফরমে যাত্রার জন্য আবেদন করতে হবে।

সেই ফরমে যাত্রীদের নাম, ঠিকানা, সম্পর্ক, এনআইডি-ড্রাইভিং লাইসেন্স নম্বর, ফোন নম্বর এবং কোথায় ও কী কারণে ভ্রমণ করছেন উল্লেখ করে জমা দিতে হবে।

ফরমে উল্লেখিত কারণ যৌক্তিক মনে হলে ফরমের একটি অংশ আবেদনকারীকে সরবারহ করা হবে। এই অংশটিই পাস হিসেবে ব্যবহার করতে হবে। তবে কোনোভাবেই ড্রাইভিং লাইসেন্স ছাড়া ও রাইড শেয়ারিং এর জন্য এই পাস মিলবে না বলে পুলিশের একাধিক কর্মকর্তারা জানিয়েছেন।

এ বিভাগের আরো খবর