বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঈদযাত্রায় প্রস্তুত পাটুরিয়া ও আরিচা ঘাট

  •    
  • ৭ জুলাই, ২০২২ ১৪:৫৩

বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, ‘ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহন পারপারের জন্য বিআইডব্লিটিসির সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। সবগুলো ঘাট ও ফেরি সচল রয়েছে। যাত্রী ও যানবাহন ফেরি ঘাটে আসামাত্রই ফেরিতে উঠতে পারছে। আশা করছি, কোনো ভোগান্তি ছাড়াই ঈদযাত্রা শেষ করতে পারব।’

ঈদের বাকি আর দুই দিন। প্রিয়জনের সঙ্গে ঈদ করতে ইতোমধ্যে ঢাকা ছাড়তে শুরু করেছে মানুষ। স্বাভাবিকভাবে চাপ বাড়ছে সড়কসহ নৌপথে। ঘরমুখো মানুষের বড় একটি অংশ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের। তাদের ঈদযাত্রাকে নিরাপদ ও নির্বিঘ্ন করতে প্রস্তুত পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট ঘাট কর্তৃপক্ষ।

ফলে কোনো প্রকার ভোগান্তি ছাড়াই ফেরি পার হতে পারবেন যাত্রী ও চালকেরা- এমন আশাবাদ কর্তৃপক্ষের।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্র জানিয়েছে, ঈদ উপলক্ষে পাটুরিয়া-দৌলতদিয়ায় ১০টি ও আরিচা-কাজিরহাটে চারটি ঘাট প্রস্তুত রয়েছে। এ ছাড়া পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২১টি এবং আরিচা-কাজিরহাটে ৪টি ফেরি চলাচল করছে।

সরেজমিনে দেখা যায়, মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া এবং রাজবাড়ীর গোয়ালন্দ ফেরিঘাট ও পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট লঞ্চঘাটগুলো মেরামত ও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। প্রতিটি ফেরি ও লঞ্চে স্বাভাবিকভাবে যাত্রী ও যানবাহন পারপার করা হচ্ছে। ঘাট এলাকায় হাতে গোনা কিছু যানবাহন ফেরির অপেক্ষা করছে। তাদের নিরাপত্তায় ঘাট এলাকায় রয়েছেন পুলিশ ও আনসার এবং ফায়ার সার্ভিসের সদস্যরা।

পাটুরিয়া লঞ্চ মালিক সমিতির সুপারভাইজার পান্না লাল নন্দি নিউজবাংলাকে বলেন, ‘ঈদুল আজহা উপলক্ষে লঞ্চমালিকদের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। যাতে যাত্রীরা নিরাপদে ও নির্বিঘ্নে লঞ্চ পার হতে পারে। পাটুরিয়া-দৌলতদিয়ায় ২০টি এবং আরিচা কাজিরহাট নৌপথে ১৩টি লঞ্চ দিয়ে যাত্রী পারাপার করা হচ্ছে।’

বিআইডব্লিউটিসি’র আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ মো.খালেদ নেওয়াজ বলেন, ‘ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহন পারপারের জন্য বিআইডব্লিটিসির সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। সবগুলো ঘাট ও ফেরি সচল রয়েছে। যাত্রী ও যানবাহন ফেরি ঘাটে আসামাত্রই ফেরিতে উঠতে পারছে। আশা করছি, কোনো ভোগান্তি ছাড়াই ঈদযাত্রা শেষ করতে পারব।’

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শরিফুল ইসলাম নিউজবাংলাকে বলেন, ‘পাটুরিয়া ও আরিচা ঘাটের ফায়ার সার্ভিসের ৮ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে। দিনে ও রাতে তারা ঘাটে অবস্থান করবে।’

পুলিশ সুপার মুহাম্মদ গোলাম আজাদ খাঁন বলেন, ‘ঈদে ঘরমুখো মানুষের নিরাপত্তায় পুলিশ প্রশাসন মহাসড়ক ও ফেরিঘাটে কাজ করছে। ৮০০ পুলিশ, আনসার ও র‍্যাবসহ প্রায় ১ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করছেন।’

জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ নিউজবাংলাকে বলেন, ‘ঈদের ঘরমুখো যাত্রীদের নিরাপত্তার জন্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কাজ করা হচ্ছে। রাস্তায় যাত্রীদের ভোগান্তি ও অতিরিক্ত ভাড়ার বিষয়ে ম্যাজিস্ট্রেট কাজ করছেন, যাতে যাত্রীদের কোনো ভোগান্তি না পোহাতে হয়। এ ছাড়া প্রতিনিয়ত ঘাট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।’

এ বিভাগের আরো খবর