গাজীপুর মহানগরীতে তাকওয়া পরিবহনের বাসে হেলপারের ধাক্কায় বাসের নিচে পিষ্ট হয়ে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় বাসের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।
মহানগরীর শিববাড়ি এলাকায় বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) সাঈদুর রহমান নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ২০ বছরের সায়েম ময়মনসিংহ জেলার নান্দাইল থানার আওলাপাড়া গ্রামের আবু সাঈদের ছেলে। তিনি গ্রিলের ওয়ার্কশপে কাজ করতেন।
আটকরা হলেন ২৬ বছর বয়সী শফিকুল ইসলাম বাসের চালক ও ২৭ বছর বয়সী হেলপার হীরা মিয়া।
এসআই সাঈদুর রহমান জানান, নিহত সায়েম জোড়পুকুর থেকে পশ্চিম বিলাসপুর যাওয়ার উদ্দেশ্যে তাকওয়া পরিবহনের বাসে উঠে। পথে ভাড়া নিয়ে হেলপারের সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে, বাসটি শিববাড়ি মোড়ে পৌঁছালে সায়েমকে বাস থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় ওই হেলপার। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান সায়েম।
ঘটনার পরেই বাসটি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে জিএমপি হেডকোয়ার্টারের সামনে থেকে বাসটি জব্দ করে চালক ও হেলপারকে আটক করে পুলিশ।
এসআই আরও বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’