ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মসজিদের টাকার হিসাব ও কমিটি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন।
উপজেলার চুন্টা ইউনিয়নের রসুলপুর গ্রামে বুধবার রাতে এ ঘটনা ঘটে।
সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ৫০ বছরের আব্দুর রশিদের বাড়ি রসুলপুর গ্রামে। রসুলপুর শাহী নূর জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ফিরোজ মিয়ার মেয়ে জামাই ছিলেন তিনি।
নিহতের চাচাতো ভাই তাহের মিয়া বলেন, ‘বুধবার মাগরিব নামাজের পর মসজিদ কমিটির হিসাব-নিকাশ নিয়ে এক সভা হয়। বর্তমান সেক্রেটারি ফিরোজ মেম্বারের ভাতিজা প্রবাসী আব্দুর রশিদও সভায় উপস্থিত ছিলেন। তিনি মাত্র ৫ দিন আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন।
‘সভায় নতুন কমিটি গঠন নিয়ে আলোচনা হয়। আলোচনার একপর্যায়ে রশিদ বলেন, মসজিদ কমিটি নিয়ে দলাদলির দরকার নাই, যে কমিটি আছে তা-ই থাকবে। তার কথার পরিপ্রেক্ষিতে স্থানীয় লিটন ও জিল্লু মিয়া দাবি করেন, তাদের বাড়ির সফর আলীকে মসজিদের সভাপতি করতে হবে।’
তাহের আরও বলেন, ‘এ নিয়ে লিটন ও জিল্লুরের সঙ্গে রশিদের বাগবিতণ্ডা হয়। এর জেরে এশার নামাজের পর রশিদকে কুপিয়ে জখম করেন তারা। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
অভিযোগের বিষয়ে জানতে লিটনের মোবাইলে ফোন দেয়া হলেও রিসিভ না করায় তার বক্তব্য জানা যায়নি। অন্যদিকে জিল্লুরের ব্যবহৃত মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে।
চিকিৎসক মুহাম্মদ রহমতউল্লাহ বলেন, ‘রশিদকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।’
এদিকে স্থানীয়দের বরাতে ওসি জানান, বুধবার রাতে এশার নামাজের পর মসজিদের টাকার হিসাব নিয়ে মসজিদ কমিটির সভাপতি ওমেদ আলী ও সাধারণ সম্পাদক ফিরোজ মিয়ার সঙ্গে মুসল্লিদের বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে সংঘর্ষে জড়ায় দুই পক্ষ।
এ সময় গুরুতর আহত হলে আব্দুর রশিদকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।