ঈদে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। এতে মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। এরই মধ্যে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে প্রায় ২৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে রাবনা পর্যন্ত যানজটের সৃষ্টি হয়। বৃহস্পতিবার সকালেও দেখা যায় একই চিত্র।
জটে দীর্ঘ সময় আটকে থাকার পর থেমে থেমে গাড়ি পার হওয়ায় চালক ও যাত্রীরা ভোগান্তিতে পড়েছে বলে জানা গেছে।
পুলিশ জানিয়েছে, মহাসড়কে অতিরিক্ত যানবাহন ও ফিটনেসবিহীন বেশ কয়েকটি গাড়ি বিকল হওয়ায় এ জটের সৃষ্টি হয়। যানজট নিরসনে পুলিশ এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দুই লেনের সড়ক একমুখী করেছে। ঢাকা থেকে উত্তরবঙ্গগামী যানবাহন এলেঙ্গা থেকে সেতুর দিকে যাচ্ছে।
অন্যদিকে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী যানবাহন সেতু পার হয়ে ভূঞাপুর সড়ক দিয়ে এলেঙ্গা হয়ে ঢাকায় যাচ্ছে। তবে উত্তরবঙ্গ থেকে গরুবাহী ট্রাক একমুখী সড়কের আওতায় বাইরে রাখা হয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ফিটনেসবিহীন কয়েকটি বাস বিকল হওয়ায় রেকার করে সরাতে সময় লেগেছে। এ ছাড়া সড়কে অতিরিক্ত যানবাহনের চাপও রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে আশা করছি।’