রাজধানীর যাত্রাবাড়ীর একটি জুতা কারখানায় এক কিশোর শ্রমিকের পায়ুপথে বাতাস দেয়ার ঘটনা ঘটেছে। পরে গুরুতর অসুস্থ অবস্থায় কিশোর জাহিদুল ইসলাম জাহিদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
বুধবার বিকেলের দিকে ঘটনাটি ঘটে। ওই ঘটনায় জুতা কারখানায় কাজ করা আরেক শ্রমিক ১৮ বছরের আব্দুর রহিমকে আটক করেছে পুলিশ।
অসুস্থ জাহিদের মামা আব্দুল গফুর বলেন, ‘যাত্রাবাড়ীর সামাদনগর ভাঙ্গা প্রেস ক্ল্যাসিক সুজ নামে একটি জুতার কারখানায় তারা কাজ করে। সেখানে কাজের সময় আব্দুর রহিম নামে তার সহকর্মী দুষ্টুমি করে জাহিদের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দেয়। গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিক্যালে আনা হয়।’
জাহিদের বাড়ি ঝালকাঠির রায়পুর উপজেলার দক্ষিণ-পশ্চিম পুটিয়া গ্রামে। বর্তমানে তারা যাত্রাবাড়ীর মাতুয়াইলে একটি বাড়িতে মা-বাবার সঙ্গে থাকে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া বলেন, ‘অসুস্থ শ্রমিক জাহিদের চিকিৎসা চলছে। হাসপাতাল থেকে আব্দুর রহিমকে আটক করা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানায় জানানো হয়েছে।’