নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক গৃহবধূর হাত-পা ও মুখ বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার গোপালদী পৌরসভার সাদসারদী গ্রামের কাজীপাড়ার চকেরবাড়ী থেকে বুধবার বিকেলে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আনোয়ারা বেগম কাজীপাড়ার নৈশপ্রহরী ওমর আলীর স্ত্রী।
আড়াইহাজার থানার ওসি আজিজুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে ওসি জানান, নিহতের বাড়িটি চকের মাঝখানে। এর আশপাশে অন্য কোনো বাড়িঘর নেই। তার স্বামী আড়াইহাজার বাজারের নৈশপ্রহরী। তিনি সেখানেই থাকেন।
বিকেলে গ্রামের কেউ একজন সেই বাড়িটিতে গিয়ে দেখেন আনোয়ারার মরদেহ পড়ে আছে। পরে খবরটি গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে গিয়ে দেখে ঘরের ভেতরে এক পাশের টিন-শিট কাটা এবং হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় আনোয়ারার মরদেহটি পড়ে আছে।
ওসি বলেন, ‘ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা চুরি বা ডাকাতি করতে ওই বাড়িতে প্রবেশ করেছিল। এতে বাধা দেয়ায় আনোয়ারাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’
এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।