কুষ্টিয়ার কুমারখালীতে মুক্তিযোদ্ধার ছেলেকে গলাকেটে হত্যাচেষ্টার ঘটনায় বিচার না পেয়ে মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী।
এ ঘটনায় পুলিশ মামলা না নেয়ায় বুধবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয় চত্ত্বরে এ মানববন্ধনে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে বিচার দাবি করেন তারা।
মুক্তিযোদ্ধা আজমত আলী বলেন, ‘গত ৩ জুলাই সকাল ৯টার দিকে তার ছেলে রওশন আলী শেখ সাওতা গ্রামের মাঠ থেকে নিজ বাড়ি ফিরছিল। এ সময় জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিবেশি সাবদুল ও তার লোকজন এসে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রওশনকে আহত করে ফেলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করে।
‘এ ঘটনার তিন দিন পেরিয়ে গেলেও মামলা নেয়নি কুমারখালী থানা পুলিশ। পুলিশ তাদেরকে জানিয়েছে সাবদুলের নাম বাদ দিলে মামলা নেয়া হবে। মানববন্ধনে রওশনের স্বজন ও এলাকাবাসী অংশ নেন।’
এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ‘মামলায় উল্টাপাল্টা নাম দেয়া হয়েছে। নাম সংশোধন করতে বলা হয়েছে, তা সংশোধন হলেই মামলা হবে। তবে এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।’