রাজশাহীতে মদ্যপ অবস্থায় রেল কর্মচারী এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ ওঠেছে। এ ঘটনার পর আটক অভিযুক্তকে মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
বোয়ালিয়া থানায় বুধবার মামলা করেন নিহতের বাবা।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ৩৩ বছরের সোহেল রানা নগরীর শিরোইল কলোনি এলাকার আব্দুর করিমের ছেলে। রেলওয়ে রাজশাহীর ইঞ্জিনিয়ার বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন তিনি।
মহানগরীর বেলদারপাড়া এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সোহেলকে কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার রফিকুল আলম জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে নগরীর বেলদারপাড়া এলাকায় একটি বাড়িতে মদ পান করেন বাড়িইনগরীর শিরোইল কলোনি এলাকার সোহেল রানা ও ফারুক। এ সময় মদ্যপ অবস্থায় তাদের দুজনের মধ্যে তর্ক ও মারামারি হয়। একপর্যায়ে ফারুক সোহেলকে ছুরিকাঘাত করেন। এ সময় ধস্তাধস্তিতে ফারুকও আহত হন।
স্থানীয়রা দুজনকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক সোহেলকে মৃত ঘোষণা করেন। পুলিশ হেফাজতে সেখানে ফারুকের চিকিৎসা চলছে।
পুলিশের এ কর্মকর্তা বলেন, ‘সোহেলের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা অভিযুক্ত ফারুককে একমাত্র আসামি করে মামলা করেছেন।’