বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

‘ধর্ম অবমাননা’ ইস্যু: জুনে ৮ মামলায় গ্রেপ্তার ৩৬

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৬ জুলাই, ২০২২ ০৮:৩৬

বিজেপির বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মার আপত্তিকর মন্তব্যের জেরে উত্তেজনা ছড়ায় বাংলাদেশেও। ধর্ম অবমাননার অভিযোগে জুনের মধ্যভাগে বেশ কয়েকটি মামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটে। সহিংসতাকে কেন্দ্র করেও মামলা ও গ্রেপ্তার হয়েছে দেশে।

‘ধর্ম অবমাননার’ অভিযোগে গত জুনে দেশের বিভিন্ন জায়গায় পাঁচ মামলায় গ্রেপ্তার হয়েছেন ৫ জন। এর বাইরে এই ইস্যুকে কেন্দ্র করে সহিংসতার ৩ মামলায় ৩১ জন গ্রেপ্তার হয়েছেন।

সবচেয়ে বড় সহিংসতা হয়েছে নড়াইলের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজে। ওই প্রতিষ্ঠানের এক ছাত্রের ফেসবুক পোস্টের জেরে গুজব ছড়িয়ে জুতার মালা পরিয়ে অপদস্থ করা হয় ভারপ্রাপ্ত অধ্যক্ষকে। গাইবান্ধায় বিক্ষোভ মিছিল থেকে ক্ষমতাসীন দলের সভা মঞ্চে হামলা ও ভাঙচুর করা হয়। এ ছাড়া বাগেরহাটে বিক্ষোভ থামাতে গিয়ে আহত হন অন্তত ১২ পুলিশ সদস্য।

দেশে এসব ঘটনার সপ্তাহ দুয়েক আগে ভারতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) আলোচিত নেতা নূপুর শর্মা। তার মন্তব্যে ভারতের মুসলমানদের পাশাপাশি গোটা মুসলিম বিশ্বে ক্ষোভ ছড়ায়। পরিস্থিতি সামাল দিতে নূপুরকে দল থেকে বহিষ্কার করে বিজিপি। ওই ঘটনায় উত্তেজনা ছড়ায় বাংলাদেশেও। ধর্ম অবমাননার অভিযোগে জুনের মধ্যভাগে বেশ কয়েকটি মামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটে।

বিজেপির বহিষ্কৃত নেত্রী নূপুর শর্মার আপত্তিকর মন্তব্যের জেরে উত্তেজনা ছড়ায় বাংলাদেশেও। ছবি: সংগৃহীত

নড়াইলে সহিংসতা, শিক্ষার্থী গ্রেপ্তার

নূপুর শর্মার সমর্থনে ১৭ জুন ফেসবুকে পোস্ট দেন নড়াইল মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের এক হিন্দু শিক্ষার্থী। এ ঘটনার জেরে পরদিন দিনভর ক্যাম্পাসে বিক্ষোভ, সহিংসতা চলে। গুজব ছড়িয়ে দেয়া হয় ওই শিক্ষার্থীর পক্ষ নিয়েছেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাস।

এরপর পুলিশ পাহারায় স্বপন কুমার বিশ্বাসকে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়ার সময় তাকে দাঁড় করিয়ে গলায় জুতার মালা পরিয়ে দেয় একদল ব্যক্তি। শিক্ষক স্বপন কুমার হাত উঁচিয়ে ক্ষমা চাইতে থাকেন। পরে তাকে তুলে নেয়া হয় পুলিশের গাড়িতে।

মোবাইল ফোনে ধারণ করা এ ঘটনার ভিডিও ফুটেজ ফেসবুকে ছড়িয়ে পড়ে। পুলিশের সামনে শিক্ষকের এমন অপদস্থ হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ তৈরি হয় সারা দেশে।

শুরুতে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় তাদের সামনে শিক্ষকের গলায় জুতার মালা পরানো হয়নি। তবে নিউজবাংলার অনুসন্ধানে বেরিয়ে আসে, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবীরের সামনেই জুতার মালা পরানো হয় অধ্যক্ষের গলায়। এ ঘটনায় প্রথমে ওসি শওকতকে প্রত্যাহার করা হয়েছে। পরে সরিয়ে নেয়া হয় মির্জাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক শেখ মোরছালিনকে।

নূপুর শর্মার সমর্থনে পোস্ট দেয়া হিন্দু শিক্ষার্থী রাহুল দেব রায়ের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে। রাহুলের বিরুদ্ধে মামলাটি করেন মির্জাপুর হাজিবাড়ী দাখিল মাদ্রাসার সহকারী মৌলভী শিক্ষক মো. ফারুক হোসেন।

ধর্ম অবমাননার মামলার প্রায় দেড় সপ্তাহ পর শিক্ষক লাঞ্ছনার ঘটনায় আরেকটি মামলা করে পুলিশ। সেই মামলায় মঙ্গলবার পর্যন্ত পাঁচজন গ্রেপ্তার হয়েছেন।

সিলেটে গ্রেপ্তার কলেজছাত্র

নূপুর শর্মার সমর্থনে ফেসবুকে পোস্ট দেয়ায় অভিযোগে গত ১৭ জুন সিলেটে এক তরুণকে গ্রেপ্তার করে পুলিশ। শ্রাবণ সাঁওতাল রাজ জাফলং চা বাগানের বাসিন্দা ও স্থানীয় একটি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

তার বিরুদ্ধে গোয়াইনঘাট থানার উপপরিদর্শক (এসআই) ইমরুল কবীর ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। এই মামলায় কারাগারে আছেন রাজ।

ভারতীয় রাজনীতিবিদ নূপুর শর্মাকে সমর্থন করে ফেসবুকে পোস্ট দেয়ায় গ্রেপ্তার শ্রাবণ সাঁওতাল। ছবি: নিউজবাংলা

গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) মো. ওমর ফারুক মামলাটির তদন্তের দায়িত্বে আছেন। তিনি নিউজবাংলাকে বলেন, ‘তার (রাজ) বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে। রাজের ফেসবুক পোস্টটি কোথা থেকে দেয়া হয়েছে তা যাছাই করে দেখার জন্য আমরা সিআইডির সাইবার অপরাধ বিভাগকে পাঠিয়েছি। সেখান থেকে এখনও রিপোর্ট আসেনি। ওই রিপোর্ট আসার পর অভিযোগপত্র দেয়া হবে।’

বাগেরহাটে গ্রেপ্তার ছাত্রী কারাগারে

বাগেরহাটের চিতলমারীতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে এক কলেজছাত্রী রনিতা বালাকে ১৯ জুন হেফাজতে নেয় পুলিশ। সেদিন থানায় হামলা চালায় একদল মানুষ। এতে আহত হন অন্তত ১২ পুলিশ সদস্য।

ওই ছাত্রীর বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনে মামলা করেন শেরেবাংলা কলেজ ছাত্রলীগের সভাপতি সুমন মুন্সি। ওই মামলায় রনিতা কারাগারে আছেন।

অন্যদিকে চিতলমারী থানায় হামলার ঘটনায় ৫৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২৫০ জনকে আসামি করে ২১ জুন মামলা করে পুলিশ। এই মামলায় গ্রেপ্তার হয়েছেন ২১ জন।

বাগেরহাটের চিতলমারীতে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে ফেসবুকে পোস্ট দেয়ার অভিযোগে কলেজছাত্রীকে পুলিশ হেফাজতে নেয়ার পর থানায় হামলা চালানো হয়

বাগেরহাট জেলা পুলিশের মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী পুলিশ পরিদর্শক এস এম আশরাফুল আলম জানান, অভিযুক্ত ছাত্রী জিজ্ঞাসাবাদে জানান, তার ফেসবুক আইডি হ্যাক হয়েছিল। পরে তদন্তে পাওয়া যায়, মেয়েটি নিজেই ওই পোস্ট দেন।

কলেজছাত্রীর বিরুদ্ধে করা মামলাটি তদন্ত করছেন চিতলমারী থানার পুলিশ পরিদর্শক (এসআই) মধুসূধন বিশ্বাস। মামলার অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, ‘ওই ছাত্রীর বিরুদ্ধে ১৫৩/২৯৮ ধারায় মামলা হয়েছে। তদন্তের দায়িত্ব পাওয়ার পর তার সহপাঠী, শিক্ষক ও স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। জানতে পেরেছি, বুঝে হোক আর না বুঝে হোক তিনি ধর্ম নিয়ে প্রায়ই নানা কথা বলতেন। এই মাসেই আমি মামলার চার্জশিট দেয়ার পরিকল্পনা করছি।’

খুলনা দুই মামলায় গ্রেপ্তার দুই যুবক

খুলনা ডুমুরিয়া উপজেলার পাকুড়িয়া গ্রামের কিংকর কুণ্ডুর বিরুদ্ধে ১৪ জুন তার ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে।

এর দুই দিন পর স্থানীয় কয়েক যুবক তার বাড়িতে হামলা করে ও খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। পরে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও পুলিশ গিয়ে আইনি ব‍্যবস্থা নেয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।ওই রাতেই কিংকর কুণ্ডুকে হেফাজতে নেয় পুলিশ। পরে তার বিরুদ্ধে ডুমুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন মামলা করেন।

ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া বলেন, ‘কিংকর কুণ্ডুর বিরুদ্ধে যে এজাহার হয়েছে, সেখানে কয়েকটি ধারা যুক্ত করা হয়েছে। সেখানে কিংকরের বাড়িতে যারা হামলা চালিয়েছে তাদের অজ্ঞাত আসামি ধরে সব তথ্য উল্লেখ করা হয়েছে। হামলার জন্যও কয়েকটি ধারা যুক্ত করা হয়েছে। তবে এখনও কেউ গ্রেপ্তার হননি।

‘কিংকর কুণ্ডু কারাগারে আছেন। মামলাটির তদন্ত চলমান। তদন্ত শেষে আদালতে চার্জশিট দেয়া হবে।’

খুলনায় আরেক ঘটনায় ইসলামি বক্তা মিজানুর রহমান আজহারীর একটি ওয়াজের পোস্টে বিতর্কিত কমেন্ট করার অভিযোগে ২৮ জুন কয়রা উপজেলায় উৎপল মণ্ডলকে হেফাজতে নেয় পুলিশ।

কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম এস দোহা বলেন, ‘ওই যুবকের ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে কিছু মানুষ তাদের ভাগবা এলাকার বাড়িতে হামলা করতে যায়। তবে পুলিশ গিয়ে সেখান থেকে পাঁচজনকে আটক করে নিয়ে আসে। হেফাজতে নেয়া হয় উৎপলকেও।’

‘তার বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও জনরোষ তৈরির অভিযোগে কয়রা থানার উপপরিদর্শক মো. ইব্রাহিম মামলা করেছেন। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।’

গাইবান্ধায় সহিংসতার মামলায় গ্রেপ্তার

নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে গাইবান্ধায় ১০ জুন জুমার নামাজের পর বিক্ষোভে নামে কয়েকটি ইসলামি দল। জেলা ইমাম-ওলামা পরিষদ, ইসলামি শাসনতন্ত্র আন্দোলনসহ কয়েকটি দলের ব্যানারে শত শত নেতা-কর্মী এতে অংশ নেন।

মিছিলটি শহরের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের হয়ে কাচারিবাজার মসজিদের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ করেন তারা।

ওই সমাবেশস্থলের পাশে শহীদ মিনার চত্বরে পৌর আওয়ামী লীগের পূর্বনির্ধারিত সম্মেলন চলছিল। মিছিলকারীরা সম্মেলনস্থলের মাইক বন্ধ করতে বলেন। একপর্যায়ে তারা মাইক, চেয়ার-টেবিল ভাঙচুর শুরু করেন ও ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলেন।

গাইবান্ধায় ইমাম-ওলামা পরিষদের মিছিল থেকে পৌর আওয়ামী লীগের সম্মেলন মঞ্চে চালানো হয় হামলা ও ভাঙচুর

এ ঘটনায় ১২ জুন মামলা করেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ হাসান শাওন। মামলায় ৮ জনের নাম উল্লেখসহ দেড় শতাধিক অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করা হয়েছে।

মামলার পরপরই এজাহারনামীয় চার আসামিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ‘মামলাটির তদন্ত চলছে। তাছাড়া মামলার পর অভিযান চালিয়ে এজাহারনামীয় চারজনসহ মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তারা কারাগারে রয়েছেন। অজ্ঞাতপরিচয় আসামিদের শনাক্তসহ বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

যশোরে যুবককে পিটুনি

নূপুর শর্মার সমর্থনে ফেসবুকে পোস্ট শেয়ারের অভিযোগ ওঠে যশোরের চুড়িপট্টি এলাকার একটি জুয়েলারি দোকানের কর্মচারী অনুপ সাহার বিরুদ্ধে। এ ঘটনায় ১৩ জুন বিকেলে জেলা পোস্ট অফিসসংলগ্ন মসজিদের সামনে তাকে পিটুনি দেয় স্থানীয়রা। পরে তাকে পুলিশে দেয় তারা।

যশোর কোতোয়ালি মডেল থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান জানান, বিক্ষুব্ধ জনতার কাছ থেকে ওই যুবককে পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে তার ফেসবুকে আইডি যাচাই করে স্ট্যাস্টাস কিংবা শেয়ারের কোনো সত্যতা পাওয়া যায়নি। এ জন্য তাকে ৫৪ ধারায় আদালতে তোলা হয়। সেদিনই তিনি জামিনে ছাড়া পান।

এ বিভাগের আরো খবর