বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সীমান্তে পুনর্ভবায় ভাসছিল যুবকের গুলিবিদ্ধ মরদেহ

  •    
  • ৫ জুলাই, ২০২২ ২৩:৫৯

সাপাহার থানার ওসি মাহমুদ জানান, রোববার রাত ১০টা থেকে নিখোঁজ ছিলেন রমজান। মঙ্গলবার বিকেলে পুনর্ভবা নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় জানান। পুলিশ গিয়ে মরদেহ হেফাজতে নেয়।

নওগাঁর সাপাহার সীমান্তে রমজান আলী নামের এক বাংলাদেশি যুবকের মৃত্যু বিএসএফের গুলিতে হয়েছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার বিকেলে উপজেলার সীমান্তবর্তী পুনর্ভবা নদী থেকে ওই যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

৩২ বছর বয়সী রমজান আলী উপজেলার পাতাড়ী দক্ষিণপাড়া গ্রামের জোহাত আলীর ছেলে।

সন্ধ্যা ৭টার দিকে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মাহমুদ এসব তথ্য জানান।

স্থানীয়রা জানান, রোববার রাতে আট জনের একটি দল ওপারে গরু আনতে যায়। ভারতে প্রবেশের পর বিএসএফ সদসরা তাদের ধাওয়া করলে অন্যরা ফিরে এলেও রমজান গুলিবিদ্ধ হয়ে মারা যান।

সাপাহার থানার ওসি মাহমুদ জানান, রোববার রাত ১০টা থেকে নিখোঁজ ছিলেন রমজান। মঙ্গলবার বিকেলে পুনর্ভবা নদীতে তার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা থানায় জানান। পুলিশ গিয়ে মরদেহ হেফাজতে নেয়।

ওসি আরও জানান, মরদেহের সুরতহালে পিঠের বাম পাশে একটি গুলির চিহ্ন পাওয়া গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নওগাঁ-১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান বলেন, মরদেহ উদ্ধারের খবর শুনেছি। এ ক্ষেত্রে বিএসএফের সংশ্লিষ্টতা থাকলে বিজিবির পক্ষ থেকে পদক্ষেপ নেয়া হবে।

এ বিভাগের আরো খবর