লক্ষীপুরে আলাদাভাবে পুকুরের পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেল থেকে সন্ধ্যার আগ পর্যন্ত এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিন শিশু হলো সদর উপজেলার আটিয়াতলী এলাকার সোহাগ ইসলামের ২ বছরের ছেলে হাসান মাহমুদ, গোপিনাথপুরের মাসুম উদ্দিনের ৩ বছরের মেয়ে ফারহা ও শহর কসবার জামাল উদ্দিনের ছেলে জায়েদ হোসেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সদর উপজেলার আটিয়াতলী এলাকায় মঙ্গলবার বিকেলে অসাবধনতাবসত হাসান বাড়ির পুকুরে পড়ে ডুবে যায়।
‘পরে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে পুকুরে শিশুকে ভাসতে দেখেন স্বজনরা। পরে সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
ওসি বলেন, ‘একইভাবে ফারহা ও জায়েদ হোসেনের মৃত্যু হয়।’
সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন, ‘হাসপাতালে আনার আগে শিশুদের মৃত্যু হয়।’
ওসি মোস্তফা বলেন, ‘তিন শিশুর পানিতে ডুবে মারা যাওয়ার বিষয়টি মর্মান্তিক। যেহেতু বিষয়টি দুর্ঘটনা, তাই নিহত তিন শিশুকে দাফন করতে সমস্যা নাই।’