রংপুরে একটি অটোরিকশাকে বালুবাহী ট্রাক চাপা দেয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে এখন পাঁচ হয়েছে। এ ঘটনায় ট্রাকচালক ও তার সহকারীকে আটক করেছে পুলিশ।
নগরীর মাহিগঞ্জে সরেয়ারতল এলাকায় মঙ্গলবার বেলা দেড়টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় মিলেছে। তারা হলেন- অটোচালক রাজা মিয়া, পাঁচ বছরের শিশু জান্নাতুল মাওয়া, ফয়জার রহমান ও ধরণী পাল। তবে, একজনের পরিচয় এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে মাহিগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, বালুবাহী ট্রাক ও অটোরিকশা দুটোই রংপুর থেকে পীরগাছার দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীসহ দুইজন নিহত হয়।
ওসি বলেন, ‘এখনও দুজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ট্রাকচালক ও সহকারীকে আমরা আটক করেছি। উদ্ধার হয়েছে অটোরিকশা ও ট্রাকটি।’