বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

প্রতিপক্ষের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতার রগ কাটার অভিযোগ

  •    
  • ৫ জুলাই, ২০২২ ১৫:০৮

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান ফয়সাল জানান, সোমবার রাতে রাতুলের ওপর তার প্রতিপক্ষ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন আমুর নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন হামলা চালায়। তারা রাতুলকে এলোপাতাড়ি কোপায় ও দুই হাতের রগ কেটে দেয়।

বরিশালের মেহেন্দিগঞ্জে প্রতিপক্ষের বিরুদ্ধে পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদককে কুপিয়ে জখম ও দুই হাতের রগ কাটার অভিযোগ উঠেছে।

মে‌হে‌ন্দিগ‌ঞ্জ উপজেলার পাতারহাট বন্দর গরুর হাট এলাকায় সোমবার রাত ৮টার দি‌কে এ ঘটনা ঘ‌টে‌।

২৯ বছর বয়সী রাতুল চৌধুরীর বাড়ি উপজেলার চরহোগলা এলাকায়।

মেহেন্দিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল হাসান ফয়সাল জানান, সোমবার রাতে রাতুলের ওপর তার প্রতিপক্ষ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন আমুর নেতৃত্বে ২৫ থেকে ৩০ জন হামলা চালায়। তারা রাতুলকে এলোপাতাড়ি কোপায় ও দুই হাতের রগ কেটে দেয়।

স্থানীয়রা প্রথমে তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে ভাসকুলার সার্জন না থাকায় রাতেই ঢাকায় পাঠানো হয়।

রাতুলের খালাতো ভাই আহসান হাবীব জুম্মান জানান, এ ঘটনায় আমুর নামে মামলা করা হবে।

তবে আমুর সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে মে‌হে‌ন্দিগঞ্জ থানার প‌রিদর্শক মো. তৌহিদুজ্জামান নিউজবাংলাকে জানান, রাজনৈতিক বিরোধ ও আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে। এখনও কোনো মামলা হয়নি, তবে হামলাকারীদের আটকের চেষ্টা চলছে।

এ বিভাগের আরো খবর