বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ধর্মানুভূতিতে আঘাত মামলায় স্কুলশিক্ষকের দণ্ড

  •    
  • ৫ জুলাই, ২০২২ ১৩:৩৭

আদালতের বেঞ্চ সহকারী কামরুল হাসান বলেন, ‘২০১৮ সালের ১০ জুন এই মামলার চার্জ গঠন করা হয়। বিচার শুরুর পর ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত রায় ঘোষণা করে। রায়ে আসামি দেবু দাসকে ৮ বছর কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।’

ধর্মীয় অনুভূতিতে অঘাতের অভিযোগে নোয়াখালীর হাতিয়া থানায় করা মামলায় স্কুলশিক্ষকের ৮ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

চট্টগ্রাম বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জহিরুল কবিরের আদালত সোমবার বিকেলে এই রায় দেয়।

দণ্ডিত শিক্ষকের নাম দেবু দাস। তিনি নোয়াখালীর হাতিয়া থানার বাসিন্দা এবং চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী কামরুল হাসান।

এজাহারের বরাতে তিনি জানান, ২০১৭ সালের ১৫ অক্টোবর ও ২৮ অক্টোবর নিজের ফেসবুক আইডি Debu das Debe das থেকে ধর্মীয় অনুভূতিতে আঘাত করে পোস্ট দেন তিনি। এই অভিযোগে ১ নভেম্বর পুলিশ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে তার বিরুদ্ধে মামলা করেন।

কামরুল বলেন, ‘২০১৮ সালের ১০ জুন এই মামলার চার্জ গঠন করা হয়। বিচার শুরুর পর ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার আদালত রায় ঘোষণা করেন। বিচারক রায়ে আসামি দেবু দাসকে ৮ বছর কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। দণ্ডের অর্থ অনাদায়ে আরো ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।’

রায় ঘোষণার সময় ওই শিক্ষক আদালতে উপস্থিত ছিলেন বলে জানান তিনি।

এ বিভাগের আরো খবর