রাজধানীর ডেমরার সানারপাড় এলাকার একটি ভবনের পাঁচতলা থেকে পড়ে গিয়ে মো. রায়হান নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। ভবনের একজন বলেন, ওই কিশোরকে জানালার বাইরে দেখতে পেয়ে চোর চোর চিৎকার শুরু করে ফ্ল্যাটের বাসিন্দারা। এ সময় দ্রুত নামতে গিয়ে পড়ে যান তিনি।
মঙ্গলবার ভোর ৪টার দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে চিকিৎসক মৃত বলে জানান।
ওই ভবনের সদস্য সামী আহমেদ বলেন, ‘সবাই যখন ঘুমে তখন মজুমদার ভিলার পাঁচতলায় ভোর ৪টার দিকে এই কিশোর সম্ভবত মোবাইল চুরি করতে ভবনের ওপরে উঠে। তখন এই বাসার লোকজন তাকে দেখে ফেলে। চোর চোর বলে চিৎকার করলে সে ভয় পেয়ে তাড়াহুড়া করে পালানোর চেষ্টা করে। তখন সে অসাবধানতাবশত পাঁচতলা থেকে নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।’
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘১৮ বছর বয়সী কিশোরীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।’