কক্সবাজার সমুদ্রসৈকতে জোয়ার দেখতে গিয়ে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার করেছেন লাইফগার্ড সদস্যরা।
সৈকতের ডায়াবেটিক পয়েন্ট ও নাজিরার টেক পয়েন্ট থেকে সোমবার রাত ১টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
ওই দুই শিশু হলো কক্সবাজার পৌরসভার কুতুবদিয়াপাড়ার বাসিন্দা মুফিজ আলমের ছেলে ৫ বছরের মো. জায়েদ ও মোহাম্মদ আলীর ছেলে ৬ বছরের রিয়াদ।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করে কক্সবাজার জেলা প্রশাসনের নিয়োগকৃত বিচকর্মীর সুপারভাইজার মাহবুব আলম বলেন, ‘রাতে সাগরের দুটি পয়েন্টে মৃতদেহ দুটি ভাসতে দেখেন লাইফগার্ডের সদস্যরা। পরে তা উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।’
কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল বলেন, ‘সমুদ্রের পাড়ে বাড়ি হওয়ায় সোমবার বিকেলে জোয়ার দেখতে যায় ওই দুই শিশু। এরপর থেকেই তারা নিঁখোজ ছিল। অনেক খোঁজাখুঁজির পর রাত ১২টার পর প্রথমে একজনের, পরে অন্যজনের মৃতদেহ উদ্ধার করা হয়।’
তিনি আরও বলেন, ‘এক শিশুর মরদেহ উদ্ধারের পর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর খানিক পর আরেক শিশুর মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ দুটি রাতেই পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’