বিএনপির ওপর কোনো আঘাত হলে এখন থেকে পাল্টা আঘাতের ঘোষণা দিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
সোমবার খিলগাঁও থানাধীন ১, ২ এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
আব্বাসের অভিযোগ, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ ছাত্রছাত্রীদের ওপর ছাত্রলীগ নামধারীরা হামলা চালিয়েছে। ফেনী, সিলেট সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে ত্রাণ কার্যক্রমেও হামলা ও বাধা দেয়া হয়েছে।
তিনি বলেন, ‘বিএনপি গুন্ডামি করে না, সন্ত্রাস করে না, কিন্তু আঘাত যদি আসে পাল্টা আঘাত করতে দ্বিধা করে না।’
যতবারই নিরপেক্ষ নির্বাচন হয়েছে, ততবারই বিএনপি ক্ষমতায় এসেছে বলেও দাবি করেন আব্বাস। বলেছেন, এবারও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি আবার জিতবে।
তিনি বলেন, ‘বাংলাদেশের মানুষ যখন ভোট দেয়ার সুযোগ পেয়েছেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়েছেন।’
শেখ হাসিনা প্রধানমন্ত্রী না থাকলেই বিএনপি আগামী নির্বাচনে যাবে বলে জানান তিনি। বলেন, ‘শেখ হাসিনাকে রেখে বাংলাদেশে কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না।’
নির্বাচন কমিশনের সমালোচনা করে তিনি বলেন, ‘যে কমিশন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে একজন সংসদ সদস্যকে সামাল দিতে পারে না, সেই কমিশন জাতীয় নির্বাচনে ৩০০ জন ভোট ডাকাতকে কীভাবে সামলাবেন?’
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও খিলগাঁও থানা বিএনপির সাবেক সভাপতি ইউনুস মৃধার সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব রফিকুল আলম মজনু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন খোকন, লিটন মাহমুদ, সদস্য ফারুক উল ইসলাম, জামিলুর রহমান নয়ন, সাইফুল্লাহ খালিদ রাজনসহ মহানগর ও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা।