বন্ধ থাকার দেড় ঘণ্টা পর রাজধানীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে বেলা ১১টার দিকে গাজীপুরের টঙ্গী রেলস্টেশন অবরোধ করে বিক্ষোভ করেন রেলওয়ের আউটসোর্সিং কর্মীরা। এতে যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়।
টঙ্গী রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুর রাকিব নিউজবাংলাকে জানান, ছাঁটাই না করার দাবি ও ঠিকাদারের মাধ্যমে জনবল নিয়োগের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেন রেলওয়ের আউটসোর্সিং কর্মীরা। একপর্যায়ে তারা বিক্ষোভ করে ঢাকা-ময়মনসিংহ রেলরুটে অবস্থান নেন। এতে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে আটকা পড়ে বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন। পরে দাবি মেনে নেয়ার আশ্বাসে আন্দোলন থেকে সরে যান তারা। রেলে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ পাওয়া সারা দেশের আট হাজার শ্রমিককে ৩০ জুন চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়। এর প্রতিবাদে টঙ্গী সেকশনের শতাধিক শ্রমিক সকাল থেকে রেললাইন অবরোধ করেন।