বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

দেড় বছর পর বৃদ্ধ হত্যার কারণ জানাল পিবিআই

  •    
  • ৪ জুলাই, ২০২২ ১৬:১২

পিবিআই জানায়, আলী ও তার ছেলে জাহাঙ্গীরের মধ্যে জমির ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব চলছিল। মাছ ধরতে গিয়ে জাহাঙ্গীর পেছন থেকে লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন। আসিফকে বিষয়টি কাউকে জানাতে নিষেধ করেন ও মরদেহ গুম করতে সহযোগিতা করতে বলেন।

প্রায় দেড় বছর আগে বৃদ্ধ হত্যা মামলায় তার নাতিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার লাউহাটি এলাকা থেকে রোববার সন্ধ্যায় ১৮ বছর বয়সী মো. আসিফকে গ্রেপ্তার করা হয়।

এই তরুণের বরাতে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সোমবার দুপুরে পিবিআই জানায়, জমির ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জেরে আলীকে হত্যা করা হয়।

সংস্থাটি বলছে, ২০২১ সালের ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার দেওভোগ দক্ষিণপাড়া এলাকার হযরত আলী, তার বড় ছেলে জাহাঙ্গীর মোল্লা ও মেয়ের ছেলে আসিফ যান কুমুল্লির বিলে মাছ ধরতে। সেখান থেকে নিখোঁজ হন আলী।

৩ মার্চ সকালে আলীর ভাতিজা ধানক্ষেতে সার দিতে গিয়ে দুর্গন্ধ পান। এরপর ক্ষেতের পাশের পুকুরে কচুরিপানায় ঢাকা গলিত দেহ দেখেন। পরে সুজন মোল্লা বাবার মরদেহ শনাক্ত করেন। এরপর অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মির্জাপুর থানায় হত্যা মামলা করেন।

দীর্ঘ তদন্তের পর পিবিআইয়ের পুলিশ পরিদর্শক খন্দকার আশরাফুল কবির ও মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ফরহাদ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে আসিফকে গ্রেপ্তার করা হয়।

আসিফের বরাতে পিবিআই জানায়, আলী ও তার ছেলে জাহাঙ্গীরের মধ্যে জমির ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব চলছিল। মাছ ধরতে গিয়ে জাহাঙ্গীর পেছন থেকে লাঠি দিয়ে তার বাবার মাথায় আঘাত করেন।

আসিফকে বিষয়টি কাউকে জানাতে নিষেধ করেন ও মরদেহ গুম করতে সহযোগিতা করতে বলেন। না করলে তাকেও হত্যার হুমকি দেন। এরপর মামা-ভাগনে মিলে কচুরিপানা দিয়ে মরদেহ লুকিয়ে চলে যান।

এ ঘটনায় জাহাঙ্গীর কারাগারে আছেন বলে জানিয়েছে পিবিআই। হত্যার দেড় মাস পর তাকে গ্রেপ্তার করা হলেও হত্যার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।

এ বিভাগের আরো খবর