ছয় দিনের ব্যবধানে আবার ক্ষতিগ্রস্ত হয়েছে পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার একটি কাউন্টারের বার।
কোরবানির গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ নম্বর কাউন্টারের বারটি সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বেঁকে যায়।
এর আগে গত মঙ্গলবার বাসের ধাক্কায় ৩ নম্বর কাউন্টারের বার ক্ষতিগ্রস্ত হয়।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবুল হোসেন জানান, ফরিদপুর থেকে একটি ট্রাক গরু নিয়ে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সেটি কাউন্টারের বারে ধাক্কা দেয়। এতে বারটি কিছুটা বেঁকে যায়।
কারিগরি দলের সদস্যরা দুপুর ১২টার দিকে ক্ষতিগ্রস্ত বার মেরামত করে। তবে বারের কারণে কাউন্টার বন্ধ রাখা হয়নি।
ট্রাকের চালক শাহ আলম শেখ নিউজবাংলাকে বলেন, ‘আমরা কোরবানির পশু নিয়ে রাজধানীর শনির আখড়া যাচ্ছিলাম। পদ্মা সেতুর টোল প্লাজায় টোল দিয়ে যাওয়ার সময় ব্রেক ফেল করি। তখন বারে ধাক্কা লেগে বাঁকা হয়ে যায়।
‘ওখানকার অফিসার আমাদের ট্রাক আটকে দেয়। পরে আমাদের ছেড়ে দেয়া হয়েছে।’