প্রায় ৪ ঘণ্টায় নিয়ন্ত্রণে এসেছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের কার্টন কারখানার আগুন।
সোনারগাঁর টিপরদী এলাকায় মেঘনা শিল্পাঞ্চলের সোনারগাঁ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নামের ওই কারখানার আগুন সোমবার বেলা সাড়ে ১১টার পর নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাঈন উদ্দিন নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে সোনারগাঁ, ডেমরা স্টেশন ও মেঘনা গ্রুপের নিজস্ব ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট কাজ করেছে। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তিনজন অসুস্থ হয়ে পড়েছিলেন। তাদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। আরেকজনের চিকিৎসা চলছে।
আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানতে তদন্ত কমিটি করা হবে বলে জানান ফায়ার সার্ভিসের এই মহাপরিচালক।
আওলাদ হোসেন নামে কারখানার এক শ্রমিক জানান, সকাল ৮টার দিকে কারখানার উত্তর-পশ্চিম পাশে আগুনের সূত্রপাত। দ্রুত আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে।
কারখানার উপমহাব্যবস্থাপক জাইদুল হক বলেন, ‘এই কারখানায় মেঘনা গ্রুপের পণ্য প্যাকেটজাত করা হয়। সকাল থেকে শ্রমিকরা কাজ করছিলেন। আগুন লাগতেই তারা বের হয়ে যান।’