মুন্সীগঞ্জের সীমান্তবর্তী নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় মালবাহী ট্রলারডুবির ঘটনা ঘটেছে।
আলিরটেক এলাকায় সোমবার সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করে মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ লুৎফর রহমান বলেন, ‘ট্রলারডুবির ঘটনায় কেউ নিখোঁজ বা হতাহত নেই। চালকসহ ছয়জনই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন।’
তিনি জানান, সকালে ধলেশ্বরী নদী হয়ে যাত্রীবাহী লঞ্চ জামাল-৯ ঢাকার দিকে যাচ্ছিল। মালবাহী ট্রলারটি ঢাকা থেকে মুন্সীগঞ্জের দিকে আসছিল। নদীর আলীরটেকে নৌযান দুটি পৌঁছালে লঞ্চের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।
লুৎফর রহমান বলেন, ‘খবর পেয়ে আমরা উদ্ধার কার্যক্রম পরিচালনা করতে ঘটনাস্থলে রয়েছি। ডুবে যাওয়া ট্রলারে থাকা ৬ জনই সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। উদ্ধারকাজে নৌপুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা ঘটনাস্থলে রয়েছে। পানির নিচে ট্রলারটির অবস্থান শনাক্তে কাজ চলছে।’