ময়মনসিংহ নগরীতে পূর্ব শত্রুতার জেরে ওয়ার্ড যুবলীগ নেতা পারভেজ মঞ্জিলকে হত্যার ঘটনায় করা মামলায় দুই ভাইসহ তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
জেলার বিভিন্ন এলাকায় শনিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করে জানান, এর মধ্যে এক আসামি হত্যার দায় স্বীকার করায় বাকি দুইজনের ৭ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের গন্দ্রপা এলাকার শহিদুল ইসলাম শহিদ ও তার ছোট ভাই দেলোয়ার হোসেন দিলীপ এবং সাব্বির আহমেদ।
ময়মনসিংহ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি পারভেজ এবার মহানগরের ১৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি পদপ্রত্যাশী ছিলেন।
নগরীর গন্দ্রপা এলাকায় শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ছুরিকাঘাত করা হয় তাকে। ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে সাড়ে ৯টার দিকে মৃত্যু হয় তার।
এ ঘটনায় ছোট ভাই সাদ্দাম হোসেন শনিবার রাতে ১৪ জনের নাম উল্লেখ করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।
ওসি শাহ কামাল বলেন, ‘গ্রেপ্তার তিনজনকে রোববার বিকেলে ময়মনসিংহ মূখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার দেলোয়ার হত্যার দায় স্বীকার করায় বাকি দুইজনের ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।’