সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন পদ্মপুকুর ও গাবুরায় সড়ক যোগাযোগের জন্য বহু প্রতীক্ষিত নওয়াবেকী-পাখিমারা ঘাটে ফেরি উদ্বোধন করা হয়েছে।
রোরবার বেলা ১১টায় ফেরিটি উদ্বোধনের মধ্য দিয়ে উপকূলীয় কয়েক লাখ মানুষের স্বপ্ন পূরণ হলো।
সাতক্ষীরা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফেরি সেবার উদ্বোধন করেন সাতক্ষীরা-৪ আসনের সাংসদ এস এম জগলুল হায়দার।
এ সময় বিশেষ অতিথি ছিলেন- শ্যামনগরের ইউএনও আক্তার হোসেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তানজিল্লুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী (ফেরি) আজম শেখ, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ-জামান সাঈদ, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ প্রমুখ।
সাংসদ জগলুল হায়দার নিউজবাংলাকে বলেন, উপকূলীয় অঞ্চলের রোগী বহনসহ সব সুবিধা-অসুবিধার কথা মাথায় রেখে নওয়াবেকী-পাখিমারা ঘাটে ফেরি সার্ভিস চালু করা হয়েছে। উপকূলীয় পদ্মপুকুর, গাবুরা, আশাশুনি উপজেলার প্রতাপনগরসহ পার্শ্ববর্তী কয়রা উপজেলার আর্থ-সামাজিক উন্নয়ন এবং দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় এই ফেরি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
সড়ক ও জনপথ সূত্রে জানা গেছে, শ্যামনগর উপজেলার খোলপেটুয়া নদীর দুই তীরের মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ ও দ্রুততর করতে প্রায় আড়াই কোটি টাকা ব্যয়ে নওয়াবেকী-পাখিমারা ফেরিঘাট নির্মাণ করা হয়েছে।