চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদনের সময় আরও পাঁচ দিন বাড়ানো হয়েছে।
বন্যাকবলিত এলাকায় বসবাসরত শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয় বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটি।
রোববার ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (অ্যাকাডেমিক) এস এম আকবর হোছাইনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
সে অনুযায়ী, ৮ জুলাই রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন শিক্ষার্থীরা। ফি জমা দেয়া যাবে ১৫ জুলাই রাত ১২টা পর্যন্ত। আবেদনের শর্তাবলি অপরিবর্তিত থাকবে।
ভর্তি আবেদনের শেষ সময় ছিল রোববার রাত ১২টা পর্যন্ত। এদিন বেলা আড়াইটা পর্যন্ত ১ লাখ ৩৭ হাজার ২৯০ জন শিক্ষার্থী চবির বিভিন্ন ইউনিটে আবেদন করেছেন।
চবির আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ খাইরুল ইসলাম জানিয়েছেন, ‘এ’ ইউনিটে ৫০ হাজার ৫৩৭ শিক্ষার্থী আবেদন করেছেন। এ ছাড়া ‘বি’ ইউনিটে ৩৪ হাজার ২০৮ জন, ‘সি’ ইউনিটে ৯ হাজার ৯৯৩ জন, ‘ডি’ ইউনিটে ৩৬ হাজার ৬৫৩ জন, ‘বি-১’ উপ ইউনিটে ২ হাজার ৮০৭ জন, ‘ডি-১’ উপ ইউনিটে ৩ হাজার ৯২ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।।
ভর্তি প্রক্রিয়া
প্রতিবারের মতো এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ১০০ নম্বরে অনুষ্ঠিত হবে। এ ছাড়া জিপিএর ভিত্তিতে ২০ নম্বর থাকবে। বহুনির্বাচনি পদ্ধতির এই ভর্তি পরীক্ষায় প্রতি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা যাবে। পরীক্ষায় ন্যূনতম পাস নম্বর ৪০।