বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ঈদের পর আন্দোলন শুনে কষ্ট হয় তথ্যমন্ত্রীর

  •    
  • ৩ জুলাই, ২০২২ ১৬:৫৯

‘আন্দোলন এই ঈদের পর করব, পরীক্ষার পর করব, শীতের পর করব, বর্ষার পর করব, এসব বলে তারা নিজেদের ক্রমাগত হাস্যাস্পদ করছে। যেটি দেখে রাজনীতিবিদ হিসেবে আমারও কষ্ট লাগছে।’

প্রায় প্রতি বছর ঈদের পর আন্দোলনের বিষয়ে বিএনপির নেতারা যে বক্তব্য দিয়ে থাকেন, তা শুনে রাজনীতিক হিসেবে কষ্ট হয় বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। এসব বক্তব্য দিয়ে বিএনপি ক্রমাগত নিজেদের হাস্যকর করে তুলছে বলে মনে করেন তিনি।

রোববার সচিবালয়ে নিজ দপ্তরে সম্পাদক ফোরামের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আন্দোলন এই ঈদের পর করব, পরীক্ষার পর করব, শীতের পর করব, বর্ষার পর করব, এসব বলে তারা নিজেদের ক্রমাগত হাস্যাস্পদ করছে। যেটি দেখে রাজনীতিবিদ হিসেবে আমারও কষ্ট লাগছে।’

আওয়ামী লীগ সরকারের টানা তৃতীয় মেয়াদের প্রথম মেয়াদ থেকে নানা সময় ‘ঈদের পর আন্দোলনের’ ঘোষণা দিয়ে আলোচনা তৈরি করা নেতারা এখন আর কোনো সময় বেঁধে দিচ্ছেন না। তার পরও রাজনীতিতে ‘ঈদের পর আন্দোলন’ নিয়ে রীতিমতো রসিকতা হয়ে থাকে।

২০১৫ সালের ৫ জানুয়ারি আওয়ামী লীগের সে সময়ের সরকারের এক বছর পূর্তির দিন সরকার পতনের ডাক দিয়ে ডাকা অনির্দিষ্টকালের হরতাল ও অবরোধ ভেস্তে যাওয়ার পর থেকে বিএনপি বড় ধরনের কর্মসূচিতে আর যায়নি।

দলীয় সরকারের অধীনে হবে বলে ২০১৪ সালের দশম সংসদ নির্বাচন বর্জনের পর একাদশ সংসদ নির্বাচনে তারা অংশ নেয় নির্বাচিত সরকারের অধীনেই।

এবার দলটি আবার নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবিতে ফিরে গেছে। এই নির্বাচন পরিচালনার জন্য যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে, তাকে মেনে না নিয়ে আন্দোলনের কথাও বলেছিল দলটি। কমিশন গঠন হয়ে যাওয়ার পর এখন বিএনপি কী করতে যাচ্ছে, সেই বিষয়টি স্পষ্ট হয়নি।

সচিবালয়ে নিজ দপ্তরে সম্পাদক ফোরামের সঙ্গে মতবিনিময়ে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ

তথ্যমন্ত্রী বলেন, ‘ঈদের পর আন্দোলন, শীতের পর আন্দোলন, পরীক্ষার পর আন্দোলন এটি ১৩ বছর ধরে শুনে আসছি। এটা কি এই ঈদের পরে বলেছে, নাকি কোন ঈদের বলেছে সেটা পরীক্ষা-নিরীক্ষা করে বের করতে হবে। এসব কথা বলে তারা নিজেদের হাস্যাস্পদ করছে। আমি আশা করব, এসব হাস্যাস্পদ বক্তব্য দেবেন না।

‘জনগণ তাদের আন্দোলনে কখনও সাড়া দেয়নি। জনগণ তাদের ওপর নানা কারণে বিরাগ। কারণ তারা জনগণের বিষয় নিয়ে আন্দোলন করেন না। জনগণের বিষয় নিয়ে তারা কথা বলেন না। তারা কথা বলেন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আর তারেক জিয়ার শাস্তি নিয়ে এবং জনগণের ওপর তারা পেট্রলবোমা নিক্ষেপ করেন। আমি আশা করব তারা জনগণের কাছে যাবেন।’

এ বিভাগের আরো খবর