চুয়াডাঙ্গার সদরে বিষ মিশিয়ে পাঁচটি কুকুর হত্যার ঘটনায় অভিযুক্তকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রোববার বেলা ২টার দিকে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ সাজা দেয়া হয়।
নিউজবাংলাকে তথ্য নিশ্চিত করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম ভুইয়া।
তিনি জানান, সম্প্রতি উপজেলার বেলগাছি গ্রামের মাসুম আলীর বাড়ি থেকে মুরগি ধরে খায় একটি কুকুর। এতে ক্ষিপ্ত হয়ে বুধবার বিকেলে ভাতের সঙ্গে দানাদার বিষ মিশিয়ে ছয়টি কুকুরকে খেতে দেন তিনি। খাবার খেয়ে পর্যায়ক্রমে পাঁচটি কুকুর মারা যায়। আরেকটি অসুস্থ হয়ে পড়ে।
এ ঘটনায় পরদিন লিখিত অভিযোগ দেন বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করা সংগঠন ‘পানকৌড়ি’র সভাপতি পরিবেশবিদ বখতিয়ার হামিদ বিপুল। ঘটনার পর পালিয়ে যান মাসুম।
ওই অভিযোগের ভিত্তিতেই দুপুরে ৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাইফুল ইসলামের মাধ্যমে মাসুম আলীকে তলব করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রাণিকল্যাণ আইনে তাকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। পরে জরিমানার টাকা পরিশোধ করলে তাকে মুক্তি দেয়া হয়।